ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট আমাদের স্বপ্নপূরণের সারথি, আসছে মেগা প্রকল্প: প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ

ঢাকা ক্রেডিট আমাদের স্বপ্নপূরণের সারথি, আসছে মেগা প্রকল্প: প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ

0
1636

ঢাকা ক্রেডিট আমাদের স্বপ্নপূরণের সারথি। সবার স্বপ্নকে এক করে সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং তা বাস্তবায়ণে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

গাজীপুরের মঠবাড়িতে ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে তিন দিনব্যাপী (২৩-২৫ ফেব্রুয়ারি) ৫ম ত্রিবার্ষিক কৌশলগত পরিকল্পনা কর্মশালার উদ্বোধনী ভাষণে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, এখানে আসার পূর্বে ৮টি ফোকাস গ্রুপে বিভিন্ন শ্রেণি, পেশা, বাঙালি, আদিবাসী সবার মতামত নেওয়া হয়েছে। যাতে সবার স্বপ্ন ও চিন্তাগুলোকে একই সুঁতোয় গাঁথা যায়, সবার আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটে। পাশাপাশি বর্তমান বোর্ডের ৩৩ দফা নির্বাচনী ইস্তেহারকেও যুক্ত করা যায়।’ তিনি আরও বলেন, এই কৌশলগত পরিকল্পনা কর্মশালার মধ্য দিয়ে ঢাকা ক্রেডিটের, খ্রিস্টান সমাজের ভবিষ্যৎ নির্ধারিত হবে। পাশাপাশি সবসদস্য, খ্রিস্টান মন্ডলী ও আমরা সবাই যে স্বপ্ন দেখছি তা যেন বাস্তবায়ণ করতে পারি। সবার অংশগ্রহণ, মতামত ও পরামর্শের ভিত্তিতে ঢাকা ক্রেডিটকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারি। একদিন ঢাকা ক্রেডিট বাংলাদেসহ দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেবে।08কর্মশালায় ট্রেজারার বিপুল লরেন্স গমেজ প্রতিষ্ঠানটির বর্তমান আর্থিক বিবরণী, প্রতিষ্ঠানটির তথ্যপ্রযুক্তির ব্যবহারের বর্তমান অবস্থা ও এ খাতের ভবিষ্যৎ পরিকল্পনার উপর আইটি বিশেষজ্ঞ এলড্রিন থমাস গাইন, ফোকাস গ্রুপের নির্মিত প্রতিবেদনের উপর ঢাকা ক্রেডিটের সদ্য বিদায়ী সেক্রেটারি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ফোকাস গ্রুপের ফলাফলের উপর ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, প্রতিষ্ঠানের সুযোগ ও সবলতার ব্যবহার এবং প্রতিষ্ঠানের দূর্বলতা ও ঝুঁকি মোকাবেলার উপর বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও কাক্কোর চেয়ারম্যান নির্মল রোজারিও, স্বল্প ও দীর্ঘমেয়াদী লক্ষ নির্ধারণ এবং অর্জনের উপায় নিয়ে বাবু মার্কুজ গমেজ এবং লক্ষ অর্জনের কর্মপন্থার উপর প্রতিষ্ঠানটির সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা আলোকপাত করেন।

তিন দিনের এই কর্মশালায় আগামী ২০২০ সালের মধ্যে প্রতিষ্ঠানটিকে ৯০০ কোটি টাকায় রূপান্তর এবং এক হাজার কর্মীর প্রতিষ্ঠানে পরিণত ও ভবিষ্যৎ লক্ষ পূরণে মেগা ও সময়োপযোগী প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হল মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করা, ডিভাইন মার্সি হাসপাতাল প্রতিষ্ঠা, এয়ারলাইন্স চালু, ব্যাংক প্রতিষ্ঠা, পরিবহন সেবা চালু, নিজস্ব স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার, নিজস্ব আইসিটি সার্ভার গড়ে তোলা, কল সেন্টার প্রতিষ্ঠা, ফাইভ স্টার হোটেল ও আন্তর্জাতিক মানের কনভেশন সেন্টার প্রতিষ্ঠা ইত্যাদি।03এই ত্রিবার্ষিক কৌশলগত পরিকল্পনা কর্মশালার মাধ্যমে ঢাকা ক্রেডিটকে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার একটি নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং আর্থিক স্বচ্ছলতা, পরিচালনাগত দক্ষতা, প্রতিযোগিতামূলক সুবিধাজনক অবস্থান, সদস্য ও কর্মীদের সন্তুষ্টি এবং সমবায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সদস্যদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় ও প্রতিযোগিতামূলক সেবার প্রচলনের নির্মিত্তে অংশগ্রহণকারীগণ বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।

পরিশেষে প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন সামনের তিনবছর ঢাকা ক্রেডিটে দৃশ্যত পরিবর্তন দেখতে পাবেন।02ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তার সঞ্চালনায় কর্মশালায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও কাককো’র চেয়ারম্যান নির্মল রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ও ঢাকা ক্রেডিটের সদ্য বিদায়ী সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া, কাককো’র ডিরেক্টর ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, আইটি বিশেষজ্ঞ এলড্রিন থমাস গাইন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কমিউনিকেশন ডিরেক্টর শৈবাল সাংমা, ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদের সদস্য, ঢাকা ক্রেডিটের উর্ধ্বতন কর্মকর্তাসহ নারী কমিটি এবং বিভিন্ন সমবায় সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।

প্রেসিডেন্টসহ বর্তমান কার্যকরী বোর্ড, প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের তাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত’র মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এই ৫ম ত্রিবার্ষিক কৌশলগত পরিকল্পনা কর্মশালা।

 এসএস/আরবি/২৪ ফেব্রুয়ারি, ২০১৭