ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট আয়োজিত পেশা পরিকল্পনা কর্মশালা

ঢাকা ক্রেডিট আয়োজিত পেশা পরিকল্পনা কর্মশালা

0
700

ডিসিনিউজ || ঢাকা

কলেজ-বিশ্ববিদ্যালয়ের খ্রিষ্টান যুবক-যুবতীদের জন্য অনুষ্ঠিত হলো পেশা পরিকল্পনা কর্মশালা। এতে প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন।
২৯ ফেব্রুয়ারি ঢাকা ক্রেডিটের বি কে গুড কনফারেন্স হলে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষণ দেন দি সেন্ট্রোল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সিইও ও ফিলিপাইনস্থ বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব) জন গমেজ, দুনীর্তি দমন কমিশনের মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) জনাব এ কে এম সোহেল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা ক্রেডিটের পরামর্শক উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও অধ্যাপক মেবেল রোজারিও।
স্বাগত বক্তব্যে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, আমার পর্যবেক্ষণ বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। তাই ছেলেদেরও পড়াশোনায় এগিয়ে আসতে হবে। অন্যথায় তারা পিছিয়ে পড়বে।
তিনি বলেন, ‘ঢাকা ক্রেডিট শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ঋণ দিয়ে থাকে। আপনারা যদি কেউ উচ্চশিক্ষার জন্য ঋণ নিতে চান, তাদের পাশে ঢাকা ক্রেডিট রয়েছে। আপনারা আমাদের নিকট আসলে আমরা ঋণ দিয়ে সহযোগিতা করবো।’
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট যুবক-যুবতীদের মোবাইল ব্যবহার কমানোর পরামর্শ দেন। তিনি বলেন, ‘প্রযুক্তি অবশ্যই ব্যবহার করা উচিত, তবে নেতিবাচকভাবে নয়ং। আমরা কেউ যেন অনেক বেশি আবেগ তাড়িত না হই। মাদক থেকে দূরে থাকতে হবে। সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে।’
বাংলাদেশ সেনা বাহিনীতে নিয়োগপক্রিয়া ও পদ্ধতি বিষয়ে ধারণা দেন ঢাকা ক্রেডিটের ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সিইও ও ফিলিপাইনস্থ বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব) জন গমেজ। তিনি শিক্ষার্থীদের বলেন, সেনাবাহিনী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা। এই পেশায় মর্যাদা, সম্মান ও সম্মানী দুইটিই রয়েছে।
তিনি বলেন, ‘আমরা যে ক্যারিয়ারেই যাই না কেন, মনে রাখতে হবে আমরা খ্রিষ্টান। আমাদের চার্চমুখী হয়ে আমাদের ক্যারিয়ারে খ্রিষ্টান মূল্যবোধ নিয়ে কাজ করতে হবে।’
তিনি সেনা বাহিনীর সৈনিক ও অফিসার পদে যোগ দেওয়ার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন হয় সেগুলো সচিত্র উপস্থাপন করেন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিষয়ে দি সেন্ট্রোল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, ‘যে বিষয়ে পেশা বেছে নিতে চান, সেই বিষয়ে আগ্রহ থাকতে হবে, এবং সেই মতো প্রস্তুতি নিতে হবে। সরকারি, বেসরকারি চাকরির জন্য ধৈর্য ধরতে হবে। অধ্যবসায়সহ সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি মনে করেন, খ্রিষ্টান ছেলে-মেয়েরা সরকারি চাকরি করলে খ্রিষ্টান সম্প্রদায় শক্তিশালি হবে।
দুনীর্তি দমন কমিশনের মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) জনাব এ কে এম সোহেল সরকারি চাকরি পাওয়ার উপায় সম্বন্ধে শিক্ষার্থীদের পরামর্শ দেন। তিনি বলেন, ‘আপনি যদি সরকারি চাকরি করতে চান, তাহলে চেষ্টা করুন। খোঁজখবর রেখে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে।’
তিনি বলেন, আপনাদের বাড়ি পাকা, কিন্তু নৈতিকতার ভিত কাচা হলে চলবে না। সরকারি চাকরিতে চাহিদা মিটে ও সম্মানও পাওয়া যায়। সবচেয়ে বড় কথা দেশের ও দশের সেবা করা যায়।
তিনি যোগ করে বলেন, ‘ফেসবুক’ এই প্রজন্মের ছেলেমেয়েদের মেধা নষ্ট করে দিচ্ছে। তিনি শিক্ষার্থীদের মোবাইল থেকে ফেসবুক ডিলিট করার পরামর্শ দেন।
তিনি বলেন, ‘ছাত্র জীবনই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়। আপনি কোনো পেশা বেছে নিতে চান তার বিষয় নির্ধারন করবেন এখন থেকেই।’ তার মতে, লক্ষ্য হতে হবে মিসাইলের মতো। তাহলে তাকে কেউ ঠেকাতে পারবে না। সাফল্যই হবে তার শেষ পরিণতি।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা ক্রেডিটের পরামর্শক উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রধানমন্ত্রীর প্রসঙ্গ উল্লেথ করে শিক্ষার্থীদের বর্তমান সরকারি চাকরি করার চেয়ে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রণিত করছেন। সরকারের বিভিন্ন জায়গায় উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে। সেটা বেছে নিতে হবে তাদের অনুপ্রাণিত করেন। সরকারের অগণিত প্রকল্প আছে, সেগুলোতে উদ্যোক্তা হিসেবে সেবা দেওয়ার সুিেযাগ রয়েছে বলে উল্লেখ করেন।
ডাক্তারি ও নার্সিং পেশার যোগ্যতা বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির গ্রেজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল রোজারিও বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য হচ্ছে জাতির মেরুদন্ড। আমাদের দেশে এখনো তিন লক্ষ নার্স-এর চাহিদা রয়েছে। রয়েছে বিদেশে চাহিদা। নার্সিং নিয়ে পড়াশোনা করলে চাকরির নিশ্চায়তা রয়েছে, পাশাপাশি রয়েছে মানুষের সেবা করার সুযোগ। মানুষের সেবা করার মাধ্যমে সৃষ্টিকর্তাকেও সেবা করা যায়। তিনি নার্সিং পেশার নানা ইতিবাচক বিষয় সম্পর্কে আলোচনা করেন। নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য কমপক্ষে এসএসসি পাস হতে হবে। তবে অধিক যোগতা অধিক পদোন্নতির সুবিধাও রয়েছে।
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তার বক্তব্যে বলেন, ঢাকা ক্রেডিট কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কাজ করছে। আমরা চাই আমাদের যুবক-যুবতীরা উচ্চশিক্ষিত হোক এবং বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতায় অংশ নিয়ে সরকারি চাকরি লাভ করুক।
তিনি জানান, ঢাকা ক্রেডিট শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক সলভেন্সির সহযোগিতা দিয়ে আসছে, যার ফলে ১১১ জন শিক্ষার্থী পৃথিবীর উন্নত দেশে পড়াশোনা করছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পল্লব ডি’রোজারিও, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি পিয়ন্ত সি কস্তা ও সদস্য বার্নার্ড পংকজ ডি রোজারিও।
প্রশিক্ষকদের ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা উপহার তুলে দেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। সমাপনী বক্তব্য দেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিষ বিশ্বাস।