শিরোনাম :
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে মা দিবস পালন
ডেস্করিপোর্ট:
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর শিক্ষা প্রকল্পের অধিনে পরিচালিত ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে মা দিবস পালন করা হয়।
১২ মে, স্কুলের শিক্ষার্থীদের মায়েদের উপস্থিতিতে বিশ্বের সকল মা’কে স্মরণ করা হয়। স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী মা দিবসের তাৎপর্য তুলে ধরেন।
চৌধুরী বলেন, “মা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ট উপহার। সন্তান হিসেবে আমাদের সারা জীবন মায়েদের সম্মান ও শ্রদ্ধা করে যেতে হবে।”
উপস্থিত মায়েদের পক্ষ হতেও মা হিসেবে তাদের অনুভ‚তি সহভাগিতা করেন। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা হাঁটু দিয়ে মায়েদের শ্রদ্ধা জানায়।