ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ

0
426

খোকন মাংসাং ॥ ঢাকা

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য টিচার্স গ্রুমিং বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 ২৭ ফেব্রুয়ারি ও ৬ মার্চ নদ্দাস্থ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে ১৫ জন শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহণ করেন।

২৭ ফেব্রুয়ারি সকালে স্কুলের সহকারী শিক্ষিকা দিপালী কস্তার প্রার্থনার মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন নদ্দা সেবাকেন্দ্রের ম্যানেজার বিপুল টি. গমেজ। এরপর প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন ঢাকা ক্রেডিটের মার্কেটিং এন্ড প্রজেক্টসের সিও সুইটি সি. পিউরীফিকেশন। তিনি দুইদিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। এরপর নির্ধারিত বিষয়ের উপর প্রশিক্ষণ পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের ট্রেনিং কনসালট্যান্ট আসাদ বিন ইউসুফ।

৬ মার্চ ছিল প্রশিক্ষণের শেষ দিন। উক্ত দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন। পরে তিনি অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন।

আরো বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের মার্কেটিং এন্ড প্রজেক্টসের সিও সুইটি সি. পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের ট্রেনিং কনসালট্যান্ট আসাদ বিন ইউসুফ। অংশগ্রহনকারীদের মধ্য থেকে প্রশিক্ষণ বিষয়ে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন হেমন্ত মালো, লিজা এলিজাবেথ মেরী গমেজ। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডমিন এন্ড এইচআরডি ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার, নদ্দা সেবাকেন্দ্রের ম্যানেজার  বিপুল টি. গমেজ । পরে স্কুলের প্রদান শিক্ষক আনন্দ চৌধুরীর সমাপনী বক্তব্য প্রদানের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপ্ত হয়।

ট্রেইনিং-এর সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা ক্রেডিটের এডমিন এন্ড এইচআরডি. বিভাগের ট্রেইনি অফিসার খোকন মাংসাং।