শিরোনাম :
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গলাশিস অনুষ্ঠান
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মঙ্গলাশিস অনুষ্ঠান আয়োজন করা হয়।
১১ নভেম্বর নদ্দা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মঙ্গলাশিস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী স্কুলের ২৭ জন শিক্ষার্থীরা ও শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর সলোমন আই. রোজারিও, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, চিফ অফিসার সুইটি সি পিউরীফিকেশন, নদ্দা সেবাকেন্দ্রের ইনচার্জ প্রদীপ এল দাস ও স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের শিক্ষক হেমন্ত মালো ও লিজা গমেজ। বিদায় দিবস উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের পক্ষ হতে মানপত্র পাঠ করে অষ্টম শ্রেণির ছাত্রী তিতলী হেনরিয়েটা মালো। বক্তাগণ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বিদায়ী ছাত্র-ছাত্রীরা বিভিন্ন স্মৃতিচারণা করে ও শিক্ষকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।