শিরোনাম :
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের বিতর্ক প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের বিতর্ক প্রতিযোগিতা।
শিক্ষার্থীদের নিয়ে ২০ জুলাই দুইটি বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ।
মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে আহবায়ক মানিক লরেন্স রোজারিও। বিচারক মন্ডলী হিসেবে ছিলেন অবিনাস নকরেক (সুপার ভাইজরী কমিটির সদস্য), পল অমল কস্তা (ইনচার্জ, নদ্দা সেবা কেন্দ্র), আনন্দ চৌধুরী (প্রিন্সিপাল, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল)।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলোমন রোজারিও (চেয়ারম্যান, ক্রেডিট কমিটি), প্রত্যেশ রাংসা (সদস্য, ক্রেডিট কমিটি), এলিয়াস পিন্টু কস্তা (প্রাক্তন বোর্ড অব ডিরেক্টর এবং ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের আহ্বায়ক), পিটার লরেন্স গমেজ (উপদেষ্টা, ঢাকা ক্রেডিট), অমল আঞ্জেল রোজারিও (উপদেষ্টা, ঢাকা ক্রেডিট), আলবার্ট রয় (উপদেষ্টা, ঢাকা ক্রেডিট)।
বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল, ‘শিশুর মানসিক বিকাশে শিক্ষাই নয়, স্বাস্থ্যই মূল’ এবং ‘সামাজিক যোগাযোগের জন্য ফেসবুকের ব্যবহারেই একমাত্র উপযুক্ত পন্থা।’
দুই বিষয়ের উপর পক্ষে-বিপক্ষে ৬ জন করে মোট ১২ জন প্রতিযোগী অংশ নেয়। প্রথম বিষয়ের বিপক্ষ দল জয়ী হয় এবং বিপক্ষ দলের দলনেতা শ্রেষ্ঠবক্তা হিসেবে নির্বাচিত হয়। ২য় বিষয়ের উপর পক্ষ দল জয়ী হয় এবং পক্ষ দলের দলনেতা শ্রেষ্ঠবক্তা হিসেবে নির্বাচিত হয়।
দুই দলের প্রতিযোগীরা হলো: ১ম বিষয়ের পক্ষে কৌশিক কস্তা, বর্ষণ পিউরিফিকেশন, প্রথি রোজারিও। বিপক্ষে দিপা বৈদ্য, অভি কস্তা এবং পূজা গমেজ।
২য় বিষয়ের পক্ষে সাবিহা আক্তার, ইনা কস্তা, রিছা এফ কস্তা এবং বিপক্ষে স্মিতা রুরাম, তৃণা গমেজ, নিঝুম কস্তা।
বিতর্ক প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন হিলারিয়াস সরকার।
আরবি/আরপি/২২ জুলাই, ২০১৭