শিরোনাম :
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গলাশিষ অনুষ্ঠান
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে মঙ্গলাশিষ অনুষ্ঠান।
১৬ জুন, নদ্দায় ক্রেডিট ইউনিয়ন স্কুলের ক্যাম্পাসে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১০ জন পরীক্ষার্থীসহ উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর ও স্কুল পরিচালনা কমিটির আহবায়ক পাপড়ী প্যাট্রিসিয়া আরেং, ডিরেক্টর ও স্কুল পরিচালনা কমিটির সদস্য সলোমন আই রোজারিও, সিও সুইটি শিশিলিয়া পিউরীফিকেশন, স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী, সিনিয়র ম্যানেজার এলিয়াস পিন্টু কস্তা এবং শিক্ষকমন্ডলী।
স্বাগত বক্তব্যে স্কুলে প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী বলেন, ‘তোমার জীবনের একটি বিশেষ মুহূর্তে রয়েছ। এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ জীবনের দিকে যাচ্ছ। তোমাদের নিজেদের এখন ভালমন্দ অনেককিছু বিবেচনা করে চলতে হবে। সচেতন থেকে জীবনের পথে এগিয়ে যাও, এই কামনা করি।’
স্কুল কমিটির আহŸায়ক প্যাট্রিসিয়া পাপড়ী আরেং বলেন, ‘আজকের এই দিনটা বিদায়ী ছাত্র/ছাত্রীদের জন্য একটি বিশেষ দিন। ঢাকা ক্রেডিট স্কুলে তোমরা ছোট বেলা হতে লম্বা দিন অতিবাহিত করেছো। বাবা মায়ের পরে শিক্ষা কার্যক্রমে এই স্কুলের শিক্ষক শিক্ষিকারাই তোমাদের হাত ধরে আজকের এইদিনে নিয়ে এসেছে। আর তোমরাও মায়ার জায়গাটা তৈরি করে গেছ। তোমাদের মঙ্গল কামনা করি যে ভাল ফলাফল লাভ করো।’
এরপর মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী জয়া রুরাম।
এদিন উৎসাহমূলক বক্তব্য দেন স্কুল কমিটির সদস্য সলোমন আই. রোজারিও, সিও সুইটি ফিউরীফিকেশন প্রমুখ।
এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রার্থনা ও শুভ কামনা করেন।