শিরোনাম :
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে বঙ্গবন্ধুর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পালন করা হলো “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের” ৪৭তম সাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
স্কুলের শিক্ষার্থী ও শিক্ষদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করেন।এরপর প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকমন্ডলী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার কল্যাণ কামনা করে সার্বজনিন প্রার্থনা কামনা করেন, সহকারী শিক্ষক শহীদুল ইসলাম। বঙ্গবন্ধুর উপর স্মৃতিচারণ করেন স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী ও সহকারী শিক্ষক নিজাম উদ্দিন। এ সময় প্রধান শিক্ষক বলেন, ‘বঙ্গবন্ধুর ছিল অপরিহিসীম দেশ প্রেম, তাঁর আদর্শকে আমাদের লালন ও ধারন করতে হবে। তাঁর আদর্শে দেশ প্রেমিক হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে সকলকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে।’
এ দিন বঙ্গবন্ধুর স্মৃতিচারণে গান, আবৃতিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।