শিরোনাম :
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পালন করা হলো আন্তর্জাতিক শিক্ষক দিবস-২০২২।
২৭ অক্টোবর, স্কুল ক্যাম্পাসে স্কুলের শিক্ষকদের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন অনুষ্ঠানের শুরুতে হ্যাপি টিচাসডে গানের মাধ্যমে শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ দিন শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মিটিল্ডা কস্তা। এরপর দশম শ্রেণির শিক্ষার্থী ঐশি আশকরা শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘শিক্ষকগণ হলেন মোমবাতির আলো মতো। তাঁরা শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে অন্যকে আলোকিত করে যাচ্ছেন।’
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেলস্ এন্ড মার্কেটিং ম্যানেজার এলিয়াস পিন্টু কস্তা। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আগেকার দিনে শিক্ষার্থীগণ শিক্ষকদের সম্মানের সহিত ভয় পেত। সমস্ত পড়া শিখে আসতো। বর্তমানে শাস্তির বিধান না থাকায় শিক্ষকগণকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম করে পরিচালনা করে যাচ্ছেন। এতে শিক্ষকগণ অনেক ধৈর্যসহকারে শ্রেণি কক্ষে পাঠদান করেন। এজন্য শিক্ষকদের আমাদের সকলকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানানো উচিৎ।’
এ দিন শিক্ষকদের সম্মানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।