শিরোনাম :
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে অনুষ্ঠিত হলো শ্রেণি ভিত্তিক ক্লাস পার্টি
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে অনুষ্ঠিত হলো শ্রেণি ভিত্তিক ক্লাস পার্টি ২০২২ ।
আগামি ২৩শে নভেম্বর ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের বার্ষিক পরীক্ষা। ইতিমধ্যে উক্ত স্কুলের ভর্তি কার্যক্রমও চলছে। অদ্য ২১শে নভেম্বর ২০২২, রোজ সোমবার হয়ে গেলো ২০২২ সেশনের শ্রেণিতে পাঠদান কার্যক্রমের শেষ দিন। সকাল ৯ ঘটিকায় হয় প্লে থেকে ৯ম শ্রেণির “ ক্লাস পার্টি ”।
দিনটি শুরু হয় সকালের এসেম্বলীর মাধ্যমে। প্রাথমিক অনুষ্ঠান ও এসেম্বলী পরিচালনা করেন অত্র স্কুলের শিক্ষক মি. হেমন্ত মালো। তিনি দিনের কর্মসূচী সকলকে অবহিত করেন। প্রধান শিক্ষক, মি. আনন্দ চৌধুরী বলেন যে, ছাত্র/ছাত্রীগণ সব সময় পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকেন। তাদেরও সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে কিছু আয়োজন করা হয়। ক্লাস পার্টিতে সবাই যেন সত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে। ক্লাস পার্টিতে যেন শিক্ষার্থীরা ডিসিপ্লিনারী বিষয় মেনে থাকে। শ্রেণি শিক্ষকগণ যেন প্রতি শ্রেণিতে সব সময় উপস্থিত থেকে তাদের আনন্দের অংশী হোন।
ক্লাস পার্টি শুরুর পৃর্বে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শ্রেণির শিক্ষকদের সাহায্যে শ্রেণিকক্ষ রঙিন করে সাজান। পরবর্তিতে তারা নিজেদের মতো করে নাচ, গান, কবিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠনের মাধ্যমে বিভিন্নভাবে তাদের আনন্দ প্রকাশ করে। কয়েক জন শিক্ষার্থী বলেন যে, দীর্ঘ করোনা মহামারির জন্য তারা আনন্দ করা ভুলে গিয়েছিল। আজ ক্লাস পার্টির মাধ্যমে তারা অনেক আনন্দ করেছে ও সকলের সাথে আনন্দ ভাগাভাগি করেছে। তাদের দাবী যে প্রতি বছর এইরকম ক্লাস পার্টি যেন করা হয়।
পরিশেষে সকলের মাঝে দুপুরের আহার বিতরন করা হয়। প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ দিয়ে দিনের ক্লাস পার্টি সমাপন ঘোষনা করেন।