ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে বিজয় দিবস পালন

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে বিজয় দিবস পালন

0
154

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সেই সাথে শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা -২০২২।

১৬ ডিসেম্বর মহান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়। এরপর পর্যায়ক্রমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদের আত্মার কল্যাণ কামনা করা হয়।

এদিন উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর সলোমন আই. রোজারিও, স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী, মার্কেটিং এন্ড প্রজেক্ট-এর সিও শিশিলিয়া সুইটি পিউরীফিকেশনসহ শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ। চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মহান বিজয় স্বরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই অংশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য স্কুলের মোট ৫৮ জন শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।