ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

0
120

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হলো বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

১৯ ডিসেম্বর স্কুলের ক্যাম্পাসে ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

শিক্ষক হেমন্ত মালোর সঞ্চালনায় স্কুলের প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সলোমন আই. রোজাারিও ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত ডিরেক্টর ডন অধিকারীসহ অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়। এ ছাড়াও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চিত্রাংকন প্রতিযোগিতায় অংগ্রহণকারী অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও এ সময় উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন ‘ভালো মানুষ হওয়ার জন্য নিয়মিত পড়াশোনা, সহশিক্ষাকার্যক্রম চর্চা ছাড়া বিকল্প কিছু নেই। ভর্তি কার্যক্রম চলছে, তাই যথাশিঘ্র ২০২৩ সালের ব্যাচে উচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি হওয়া শুরু করো।’

‘জ্ঞান অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। কঠোর পরিশ্রমের মাধ্যমেই আজ অনেকেই ভাল ফলাফল করতে পেরেছ। তাই তোমাদেরও পরিশ্রম করার মানসিকতা গড়ে তোল’ বলেন ম্যানেজিং কমিটির সদস্য সলোমন আই রোজারিও।

এ সময় নবনির্বাচিত ডিরেক্টর ডন অধিকারী বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষা অর্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়ার গুণগুলো চর্চা করতে হবে। তোমরাও এভাবে নিজেকে প্রস্তুত করে এগিয়ে যাও। তোমরা সফল হবেই।’

এ সময় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

শেষে শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়।