ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পালন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর...

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পালন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
167

ডিসিনিউজ।।ঢাকা

১৭ মার্চ, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পালন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। প্রার্থনা পরিচালনা করেন মিসেস চন্দনা কস্তা। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন করেন স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী ও অন্যান্য শিক্ষকবৃন্দ। স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক বলেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতির ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলন হতে শুরু করে মহান মুক্তিযুদ্ধ নেতৃত্বদান করা সহ তিনি এদেশের উন্নয়নের ধারা রক্ষা করেন।

তিনি আরও বলেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা এদেশে জন্ম গ্রহণ করে ধন্য হয়েছি। বঙ্গবন্ধুর গুণাগুণ গুলো ছাত্র/ছাত্রীদের ধারন করতে হবে এবং দেশ গড়ার কাজে তাঁর মতো নিবেদিত প্রাণ হতে হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ পাঠ করে শুনান ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোবাল্লেক হোসেন মাসনুন। কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণ করেন ৪র্থ ও ৭ম শ্রেণির ছাত্র/ছাত্রীবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের গান পরিচালনা করেন স্কুলের শিক্ষক/শিক্ষিকামন্ডলী ও ১০ম শ্রেণির ছাত্র/ছাত্রীবৃন্দ।

পরিশেষে প্রধান শিক্ষক সকলকে ধন্যবান দিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করেন।