ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির ফেইসবুক পেজ উদ্বোধন ও মাস্ক...

ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির ফেইসবুক পেজ উদ্বোধন ও মাস্ক বিতরণ অনুষ্ঠান

0
354

ডিসি নিউজ || ঢাকা
আজ ৫ ডিসেম্বর শনিবার দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (ঢাকা ক্রেডিট) এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির ফেইসবুক পেজ উদ্বোধন ও মাস্ক বিতরণ অনুষ্ঠনের আয়োজন করা হয়।
সোসাইটির চেয়ারম্যান স্বপন রোজারিওর সভাপতিত্বে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের চিফ অফিসার জোনাস গমেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের চিফ অফিসার সুইটি সি পিউরীফিকেশন ও খোকন মার্ক কস্তা।


অনুষ্ঠানে প্রাক্তন চেয়ারম্যান রিচার্ড ফ্রান্সিস রোজারিও, সোহেল রোজারিও, ডমিনিক কাজল ডি’ কস্তা, প্রাক্তন সেক্রেটারি প্রবীন পিউরীফিকেশন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সোসাইটির কর্মকর্তা, বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজার/ইনচার্জও উপস্থিত ছিলেন।
ফেইজবুক পেজ সম্বন্ধে চেয়ারম্যাস স্বপন রোজারিও বলেন, ‘এর মাধ্যমে সদস্যসহ কর্মীদের যোগাযোগ রক্ষা হবে। নানা কর্মসূচির বিষয়ে সকল সদস্যকে অবহিত করা হবে এবং এই মহামারি চলাকালে এ্র উপযোগিতা অনেক বেশি। ঘরে বসেই যোগাযোগের সহজ মাধ্যম হবে এই ফেইজবুক পেজ।’
ভাইস-চেয়ারম্যান মিতা এম পালমা’র ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি প্রদীপ এল দাস।