ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১১ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৭ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

ঢাকা ক্রেডিট-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

0
758

ডিসিনিউজ ।। ঢাকা

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মধ্যে মানব সম্পদ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় ২১ নভেম্বর ।

বনানীর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ন্যাশনাল অফিসে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জাতীয় পরিচালক সুরেশ বার্টলেট।

প্রতিষ্ঠান দুইটির মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, দক্ষ-মেধাবী কর্মীদের সন্ধান, কর্মীদের প্রশিক্ষণ, রিসোর্স ব্যবহার ইত্যাদি বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ভবিষ্যতে প্রতিষ্ঠান দুটি সমাজ কল্যাণে মানব সম্পাদ উন্নয়নে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন।

সমঝোতা চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফা: চার্লস জে.ইয়াং ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, এডমিন এন্ড এইচআরডি ম্যানেজার ডিউক সাব্যসাচী মজুমদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ  এর ফাইন্যান্স এন্ড কর্পোরেট সার্ভিসের সিনিয়র ডিরেক্টর স্ট্যানিসলাস রোজারিও, পিপল এন্ড কালচারাল ডিরেক্টর জন সেলভেরাস, পিপল এন্ড কালচারাল ডেপুটি ডিরেক্টর সৈয়দ আক্তারুজ্জামান, ট্যালেন্ট একুইসন এন্ড ন্যাশনাল বিসনেস পার্টনারিং এর সিনিয়র পিএন্ডসি বিজনেস পার্টনার স্টিফেন বাপ্পি বাড়ৈ, মানব সম্পাদ বিভাগের কর্মী অলিভিন পিনারু প্রমুখ।