ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ও নিটল টাটা মটরস-এর যৌথ উদ্যোগে ড্রাইভিং সেমিনার

ঢাকা ক্রেডিট ও নিটল টাটা মটরস-এর যৌথ উদ্যোগে ড্রাইভিং সেমিনার

0
1181

দক্ষ গাড়ি চালক তৈরি এবং আত্ম-নির্ভরশীল সমাজ গড়ার লক্ষে ঢাকা ক্রেডিট ও নিটল টাটা মটরস ড্রাইভার ট্রেনিং স্কুল-এর যৌথ উদ্যোগে ড্রাইভিং প্রশিক্ষণ বিষয়ে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে শনিবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৩টায় এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের প্রধান বক্তা ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘‘ট্রান্সপোর্ট ব্যবসায়ের প্রধান কাজ হলো প্রশিক্ষিত চালক নির্বাচন করা। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে প্রশিক্ষিত চালকের চাহিদা অনেক। ড্রাইভিং পেশা কখনোই ছোট করে দেখার অবকাশ নেই, কোন পেশাই ছোট নয়।’

তিনি বলেন, ‘ঢাকা ক্রেডিট এবং নিটল টাটার যৌথ উদ্যোগে সমাজের বেকারদের কর্মসংস্থান করে দিতে চায়। এ ছাড়া ঢাকা ক্রেডিট ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করার জন্য ঢাকা ক্রেডিটের যারা সদস্য তাদেরকে ৮০ ভাগ পেশা প্রশিক্ষণ ঋণ প্রদানে সহায়তা করবে।’

প্রেসিডেন্ট মাকুর্জ খ্রিষ্টান সমাজকে একটি গতিশীল এবং কর্মঠ সমাজ হিসেব দেখার আশাবাদ ব্যক্ত করেন। এর পর তিনি সংক্ষেপে ঢাকা ক্রেডিটের কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে সহভাগিতা করেন ড্রাউভিং প্রশিক্ষণ আগ্রহী প্রার্থীদের উদ্দেশ্যে।

‘গাড়ির চাকা না ঘুরলে কোম্পানি চলবে না, কোম্পানি না চললে দেশ চলবে না’ বলে মন্তব্য করেন নিটল টাটা কোম্পানির ড্রাইভিং স্কুলের সহকারী ম্যানেজার লিটন কস্তা।

তিনি বলেন, ‘দক্ষ গাড়ি চালকের অভাবে ব্যবসায়ে বিঘ্ন ঘটছে। তাই আমরা চাই খ্রিষ্টান সমাজের বেকাররা যেন কর্মসংস্থান করতে পারে। দক্ষ গাড়ি চালক তৈরির লক্ষ্যে কিশোরগঞ্জে পনের একর জমিতে নিটল টাটার নিজস্ব জমিতে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ প্রদান করে থাকি এবং প্রশিক্ষণ শেষে ড্রাইভিং লাইসেন্স ও চাকরি প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকি।’

‘বাংলাদেশের কোনো কোম্পানি/ প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটের মতো পেশা প্রশিক্ষণ ঋণ, গাড়ির মালিক হওয়ার জন্য সহায়তা, প্রশিক্ষণ প্রদান শেষে চাকরির নিশ্চয়তা কখনো দেয়না’ বলেন নিটল টাটা মটরস’র সিনিয়র মার্কেটিং অফিসার সাফিউল।

আজকের সেমিনারে ৩০ জন ড্রাইভিং প্রশিক্ষণে আগ্রহী প্রার্থী উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর পিটার রতন কোড়াইয়া, পাপিয়া রিবেরু, আলবার্ট আশীষ বিশ্বাস, আনন্দ ফিলিপ পালমা, ক্রেডিট কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, সদস্য অবিনাশ নকরেক, সদস্য পাপরি আরেং এবং সিইও লিন্টু খৃষ্টফার গমেজসহ আরো অনেকে।

সেমিনার সঞ্চালনা করেন বোর্ড অব ডিরেক্টর রূপন পিউরীফিকেশন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ প্রদান করেন এসিইও লিটন টমাস রোজারিও।

ড্রাইভিং প্রশিক্ষণ শুরু হবে আগামি পহেলা সেপ্টেম্বর থেকে। কিশোরগঞ্জে এক মাসের জন্য এবং এই প্রশিক্ষণ শেষে ঢাকা ক্রেডিট কতৃর্ক আয়োজিত ১৫ দিনের ইংলিশ কোর্স এবং অফিস ম্যানারিজম-এর উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরবি.আরপি. ২৮ জুলাই ২০১৮