শিরোনাম :
ঢাকা ক্রেডিট ও বিসিএ’র নেতৃবৃন্দের আর্চবিশপ বিজয় এন ডি’ ক্রুজকে বড়দিনের শুভেচ্ছা
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) নেতৃবৃন্দ ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই-এর সাথে কাকরাইল আর্চবিশপ হাউজে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
২৩ ডিসেম্বর সন্ধ্যায় বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজকে কেক ও বড়দিনের উপহার প্রদান করেন। বিসিএ’র প্রেসিডেন্ট নির্মল রোজারিও আর্চবিশপ বিজয়কে মাস্ক উপহার দেন।
এই সময় আর্চবিশপ বিজয় বলেন, ‘এই বছরকে পোপ ফ্রান্সিস বিশ্ব পরিবেশ বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা পরিবেশের ওপর নানানভাবে অত্যাচার করেছি। সেজন্য পরিবেশের বৈরি প্রভাব সৃষ্টি হয়েছে। বৈরি প্রভাব সৃষ্টি হওয়ার কারণেই হয়ত এই করোনা মহামারির সৃষ্টি। এর মধ্য দিয়েও আমরা যতটুকু পারি স্বাস্থ্যবিধি মেনে খ্রিষ্টের জন্মদিন বড়দিন উদযাপন করবো।’
তিনি আরো বলেন, সমবায় সমিতিগুলোতে সদস্যদের আস্থার জায়গাটা শক্তিশালী করতে হবে। কারণ অনেক গরীব মানুষ বিশ্বাস করে সমবায় সমিতিগুলোতে টাকা রাখে, যাঁরা সমবায় সমিতিতে নেতৃত্ব দেন তাঁদের এই বিশ্বাসের মূল্য দিতে হবে।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ঢাকার আর্চবিশপ বিজয়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঢাকা ক্রেডিট সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তবে এই সমিতিকে পরিচালনায় মন্ডলীর সহযোগিতা দরকার।’
বিসিএ’র প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘আমাদের আন্তঃধর্মীয় সংলাপকে জোরদার করতে হবে। এর মধ্য দিয়ে সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি করতে হবে। যিশুখ্রিষ্ট যে মিলনের বাণী দিয়ে গেছেন এই বিষয়গুলো আন্তঃধর্মীয় সংলাপের মধ্য দিয়ে শক্তিশালী করতে হবে।’
বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ডিরেক্টর সজল যোসেফ গমেজ, মনিকা গমেজ, আনন্দ ফিলিপ পালমা, সুপারভাইজরি কমিটির সদস্য ষ্টেলা হাজরা ও ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও।
শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস।
এরপর তেজগাঁও গির্জায়ও বড়দিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন ঢাকা ক্রেডিট ও বিসিএ’র নেতৃবৃন্দ। তেজগাঁও গির্জায় শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত সুব্রত বনিফাস গমেজ, ফাদার আবেল বি রোজারিও ও ফাদার কল্লোল রোজারিও।