ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ও মঠবাড়ী ক্রেডিটের নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা

ঢাকা ক্রেডিট ও মঠবাড়ী ক্রেডিটের নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা

0
251

ডিসিনিউজ ।। ঢাকা

২১ জুলাই দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এবং মঠবাড়ী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (মঠবাড়ী ক্রেডিট) এর নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা মঠবাড়ী ক্রেডিটের হল রুমে অনুষ্ঠিত হয়

সভায় সভাপত্বি করেন মঠবাড়ী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান রঞ্জন রবার্ট পেরেরা। সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, মঠবাড়ী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার উজ্জল রোজারিও, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ্ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি: এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ। সভার শুরুতে মঠবাড়ী ক্রেডিটের চেয়ারম্যান রঞ্জন রবার্ট পেরেরা ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ আগত অন্যান্য অতিথিদের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া মঠবাড়ী ক্রেডিটের চেয়ারম্যান রঞ্জন রবার্ট পেরেরাসহ অন্যান্য অতিথিদের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন। ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ ঢাকা ক্রেডিট থেকে আগত কর্মকর্তা ও অতিথিদের পরিচয় করিয়ে দেন। অন্যদিনে মঠবাড়ী ক্রেডিটের সেক্রেটারি টারজেন যোসেফ রোজারিও মঠবাড়ী ক্রেডিটের কর্মকর্তা, উপদেষ্টা ও অন্যান্য অতিথিদের পরিচয় করিয়ে দেন। সভাটি সঞ্চালনা করেন মঠবাড়ী ক্রেডিটের সেক্রেটারি টারজেন যোসেফ রোজারিও।

এ সময় ঢাকা ক্রেডিটের পক্ষে ডিরেক্টর মনিকা গমেজ, নিরাপদ হালদার, সুব্রত রিচার্ড রোজারিও, ডন এ. অধিকারী, মনোজ ক্লেমেন্ট গমেজ, ক্রেডিট কমিটির সেক্রেটারি মোশী মন্ডল, সদস্য ওমা ম্যাগডেলিন গমেজ, বকুল রোজারিও, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমেজ, সদস্য পংকজ লরেন্স কস্তা, ময়ল নাথ, মারীয়া ডি’ কুনা, সিইও লিটন টমাস রোজারিও, সিও স্বপন রোজারিও, রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের এ্যাসিসটেন্ট ম্যানেজার রতন পি. কস্তা উপস্থিত প্রমুখ ছিলেন।

অন্যান্যের মধ্যে মঠবাড়ী ক্রেডিটের ভাইস-চেয়ারম্যান লিটন রিচার্ড ক্রুশ, ট্রেজারার মানিক পিউরীফিকেশন, ডিরেক্টরস, কমিটির সদস্যবৃন্দ ও উপদেষ্টাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।