ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ও মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা

ঢাকা ক্রেডিট ও মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা

0
312

ডিসিনিউজ ।। গাজীপুর

২১ জুলাই দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এবং মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর বাণিজ্যিক কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপত্বি করেন মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর চেয়ারম্যান পলাশ গমেজ। সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি: এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, মঠবাড়ী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান রঞ্জন রবার্ট পেরেরা, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ভাইস-চেয়ারম্যান নন্দন আগষ্টিন ক্রুশ, সেক্রেটারি জেনারেল সঞ্চিতা রোজারিও, যুগ্ম সম্পাদক রনি গোছাল, মঠবাড়ী ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান নিকোলাস গমেজ এবং ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও । সভার শুরুতে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর চেয়ারম্যান পলাশ গমেজ ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ আগত অন্যান্য অতিথিদের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পরে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর চেয়ারম্যান পলাশ গমেজসহ অন্যান্য অতিথিদের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন। সভাটি সঞ্চালনা করেন মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ট্রেজারার উইলসন রিবেরু।

সময় ঢাকা ক্রেডিটের পক্ষে ডিরেক্টর মনিকা গমেজ, নিরাপদ হালদার, সুব্রত রিচার্ড রোজারিও, ডন এ. অধিকারী, মনোজ ক্লেমেন্ট গমেজ, ক্রেডিট কমিটির সেক্রেটারি মোশী মন্ডল, সদস্য ওমা ম্যাগডেলিন গমেজ, বকুল রোজারিও, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমেজ, সদস্য পংকজ লরেন্স কস্তা, ময়ল নাথ, মারীয়া ডি’ কুনা, সিও স্বপন রোজারিও, রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের এ্যাসিসটেন্ট ম্যানেজার রতন পি. কস্তা উপস্থিত প্রমুখ ছিলেন।

অন্যান্যের মধ্যে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ডিরেক্টরস, কমিটির সদস্যবৃন্দ ও উপদেষ্টাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।