ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ও হাউজিং সোসাইটি’র প্রতিনিধি দলের নির্মাণাধীন ডিভাইন মার্সি হাসপাতাল পরিদর্শন...

ঢাকা ক্রেডিট ও হাউজিং সোসাইটি’র প্রতিনিধি দলের নির্মাণাধীন ডিভাইন মার্সি হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভা

0
683

ডিসিনিউজ ।। ঢাকা

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) ও দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র প্রতিনিধি দল নির্মাণাধীন ডিভাইন মার্সি হাসপাতাল লি: পরিদর্শন করেন এবং এক মতবিনিময় সভায় অংশ নেন।

১৩ সেপ্টেম্বর, কালীগঞ্জের মঠবাড়ীতে হাসপাতালের হলরুমে পরিদর্শন শেষে আলোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। এ সময় আলোচনায় অংশ নেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, হাসপাতালের সিইও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গমেজ, মেডিকেল ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল ব্রায়েন বঙ্কিম হালদারসহ ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটি ও হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দরা।

প্রতিনিধি দল নির্মিতব্য হাসপাতাল পরিদর্শন করে কাজের অগ্রগতি এবং হাসপাতালের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা আলোচনা সভায় উল্লেখ করেন, ঢাকা ক্রেডিট এবং হাউজিং সোসাইটি আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে। ঢাকা ক্রেডিটের নির্মীয়মান এই হাসপাতালের সাথে যুক্ত হয়ে বৃহত্তর স্বাস্থ্যসেবা আন্দোলনে অংশি হবে। এই লক্ষে হাউজিং সোসাইটি শিঘ্রই ঢাকা ক্রেডিটের সাথে একটি সমঝোতা চুক্তির মাধ্যমে হাসপাতালের শেয়ার ক্রয় করবে। সেই সাথে হাসপাতাল কার্যক্রম আন্তর্জাতিকমানের করতে এবং হাসপাতাল এগিয়ে নিতেও হাউজিং সোসাইটি পাশে থাকবে।

উল্লেখ্য, চলতি বছর ডিসেম্বরে ঢাকার অদূরে পূর্বাচলের সন্নিকটে কালীগঞ্জের মঠবাড়ীতে ৩শ বেডের ডিভাইন মার্সি হাসপাতাল চিকিৎসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বাংলাদেশে এটাই একমাত্র হাসপাতাল হতে যাচ্ছে যেখানে বিশাল পরিসরে সবুজে পরিবেষ্টিত খোলামেলা জায়গা এবং চিকিৎসা সেবা হবে আন্তর্জাতিকমানের। ঢাকা ক্রেডিট কর্তৃক নির্মিত এই হাসপাতালটি বাংলাদেশের সমবায়ীদের প্রথম হাসপাতাল হবে।