ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১৬ নভেম্বর ২০২৪
বাংলা : ২ অগ্রহায়ণ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট কৌশলগত পরিকল্পনার ৯৬শতাংশ পূরণ করেছে-মিরপুরে শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট

ঢাকা ক্রেডিট কৌশলগত পরিকল্পনার ৯৬শতাংশ পূরণ করেছে-মিরপুরে শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট

0
55

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) তিন বছরের যে কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছিল তার ৯৬% শতাংশই অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

৭ নভেম্বর, ২০২৪ মিরপুরে বাংলাদেশ ব্যপ্টিষ্ট চার্চ সংঘ ভবনে শিক্ষা উপকমিটির সভাপতি ও উপদেষ্টা রবার্ট ডি’ ক্রুজ এর সভাপতিত্বে মিরপুর আঞ্চলিক শিক্ষা সেমিনারে প্রেসিডেন্ট বলেন, “আমাদের কৌশলগত পরিকল্পনার যে টার্গেট ছিল তার ৯৬ শতাংশই অর্জন করতে পেরেছি আপনাদের সহায়তায়।” তিনি এই অর্জনের জন্য সদস্যদের ধন্যবাদ জানান।

কোড়াইয়া ঢাকা ক্রেডিটের সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লি:, সম্পর্কে বিস্তারিত উপস্থিত সদস্যদের অবগত করে বলেন, “শুধু মাত্র ক্যান্সার, হার্টে রিং পড়ানো ও পাইপাস সার্জারী ব্যতিত সকল ধরণের চিকিৎসাই আমাদের হাসপাতালে দেয়া হচ্ছে। তবে, আগামী কয়েক মাসের মধ্যেই আমরা এই চিকিৎসাগুলো দিতে সক্ষম হবো।”

ঢাকা ক্রেডিটের বোর্ড ডিরেক্টর নিরাপদ হালদার এর সঞ্চালনায় শিক্ষা সেমিনারে সেক্রেটারী মাইকেল জন গমেজ প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্প ও প্রডাক্ট সম্পর্কে সংক্ষেপে সদস্যদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, আমাদের বর্তমানের প্রায় ৮৭ টি প্রকল্প ও প্রডাক্ট রয়েছে।

“আমাদের বর্তমানে ‘পাশবই’ এ্যাপস ব্যবহার করে সদস্যগণ ঘরে বসেই ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাচ্ছেন। এছাড়াও হেলথ্ কেয়ার স্কিম থেকে এই পর্যন্ত আমরা ১৮৮২ জনকে প্রায় সাড়ে নয় কোটি টাকা দিয়েছি স্বাস্থ সুরক্ষার জন্য।” বলেন সেক্রেটারী গমেজ

ঢাকা ক্রেডিট এমন একটি প্রতিষ্ঠান যেটা প্রতিষ্ঠান হিসেবে এবং প্রতিষ্ঠানের প্রেসিডেন্টগণ একাধিকবার জাতীয় ভাবে পুরস্কৃত হয়েছে। ঢাকা ক্রেডিটের অর্থায়নে আজকে যে জাতীয় সমবায় সমিতি কালব সেটা প্রতিষ্ঠিত হয়েছে।

সেক্রটারী বলেন, “এতো অর্জনের মধ্যেও গুটিকয়েক মানুষ বিভিন্ন ধরণের মিথ্যাচার করছে, আপনারা সে মিথ্যাচারে কান দিবেন না।”

শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও উপস্থিত থেকে ঢাকা ক্রেডিটের বর্তমান পরিচালনা পরিষদ ও সদস্যদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমাদের ঋণ নেয়ার প্রবণতা থেকে বের হয়ে এসে সঞ্চয়ের প্রতি আরো মনেযোগ দিতে হবে।

“আমাদেরকে সঞ্চয়ের অংক বা ধারণা পরিবর্তন করতে হবে। সাধারণ ভাবে সঞ্চয় হলো আয় থেকে ব্যয় বাদ দিয়ে। কিন্তু আমি বলবো, আমাদের প্রেক্ষাপটে সঞ্চয় হলো আয় থেকে আগে সঞ্চয় করে পরে ব্যয় করা।” বলেন নির্মল রোজারিও

উপস্থিত সদস্যদের মধ্যে থেকে ঢাকা ক্রেডিটের মিরপুর অফিসকে আধুনিকায়ন, সদস্যসেবা বৃদ্ধি, মিরপুর বাসির জন্য আবাসন প্রকল্প, জিম তৈরি, কর্মসংস্থান তৈরিতে নতুন প্রকল্প, ডিভাইন মার্সি হাসপাতালের সাথে যুক্ত করে ঢাকায় বিভিন্ন পয়েন্টে ডায়াগনোসিস সেন্টার স্থাপনের মত আরো কিছু উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়।

ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে এই সমস্ত দাবি দ্রæত পূরণের জন্য সদস্যদের আশ্বস্ত করা হয়।

ধন্যবাদের বক্তব্যে ডা. রবার্ট ডি ক্রুজ ঢাকা ক্রেডিটের পরিচালনা পরিষদকে এবং উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষা সেমিনার থেকে যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে তার ফসল বাস্তবায়ন বর্তমান পরিচালনা পরিষদ করবে।

“আগামী ২৯ নভেম্বর, ডিভাইন মার্সি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা ক্রেডিটের বার্ষিক সাধারণ সভায় আপনারা যারা সদস্য সবাই উপস্থিত হবেন এবং নিজেদের অর্থায়নে তৈরি হাসপাতালটি দেখে আসবেন ও সাধারণ সভায় সক্রিয় অংশ নিবেন,” বলেন ডা. রবার্ট

শিক্ষা সেমিনারে নতুন সদস্য হওয়া ১০ জনের মধ্যে সদস্যের পাশবই ও অন্যান্য সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিগণ।

শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের পরিচালনা পরিষদের সদস্যদের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ক্রেডিটের প্রক্তন ভাইস প্রেসিডেন্ট প্রদীপ বিশ্বাস, প্রাক্তন ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, সেক্রেটারী জেনারেল ন্যাশনাশ ওয়াইএমসিএ নিপুন সাংমা, মোহাম্মদপুর ক্রেডিটের চেয়ারম্যান আগষ্টিন বাড়ৈ, ঢাকা কহুমূখী সমিতির চেয়াম্যান সুরেন মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রদীপ সরকার, স্বপন হালদার, যোসেপ স্বপন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।