ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট দিচ্ছে প্রথম ঋণ ১ লাখ টাকা, ১১ম ঋণ ৩৫ লাখ...

ঢাকা ক্রেডিট দিচ্ছে প্রথম ঋণ ১ লাখ টাকা, ১১ম ঋণ ৩৫ লাখ টাকা

0
1158

দেশের সর্ববৃহৎ সমবায় প্রতিষ্ঠান দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এখন থেকে সদস্যদের সাধারণ ঋণের প্রথম ঋণ ৭৫ হাজার টাকার পরিবর্তে দিচ্ছে ১ লক্ষ টাকা করে দিচ্ছে। এর আগে ১০ম ঋণ ছিল সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা যা এখন তা বৃদ্ধি করে করা হয়েছে ৩৫ লক্ষ টাকায়।

১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সমিতির পরিচালক মন্ডলী, ক্রেডিট ও সুপারভাইজরি কমিটির ১৯তম যৌথ সভায় সাধারণ ঋণের সিলিং বর্ধিতকরণ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয় যা ১ মার্চ থেকে কার্যকর হবে।

নিচে ঋণের সিলিং অনুসারে টাকার পরিমাণ উল্লেখ করা হলো:

১.            ১ম ঋণ  ৪ মাস পূর্বের শেয়ারের ১০গুণ হিসাবে সর্বোচ্চ ১,০০,০০০.০০ টাকা

২.           ২য় ঋণ  ৩ মাস পূর্বের শেয়ারের ১০গুণ হিসাবে সর্বোচ্চ ২,০০,০০০.০০ টাকা

৩.           ৩য় ঋণ  ৩ মাস পূর্বের শেয়ারের ১০গুণ হিসাবে সর্বোচ্চ ৪,০০,০০০.০০ টাকা

৪.           ৪র্থ ঋণ ৩ মাস পূর্বের শেয়ারের ১০গুণ হিসাবে সর্বোচ্চ ৬,০০,০০০.০০ টাকা

৫.           ৫ম ঋণ ২মাস পূর্বের শেয়ারের ১০গুণ হিসাবে সর্বোচ্চ ৯,০০,০০০.০০ টাকা

৬.           ৬ষ্ঠ ঋণ ২মাস পূর্বের শেয়ারের ১০গুণ হিসাবে সর্বোচ্চ ১২,০০,০০০.০০ টাকা

৭.           ৭ম ঋণ ২মাস পূর্বের শেয়ারের ১০গুণ হিসাবে সর্বোচ্চ ১৫,০০,০০০.০০ টাকা

৮.           ৮ম ঋণ ২মাস পূর্বের শেয়ারের ১০গুণ হিসাবে সর্বোচ্চ ১৮,০০,০০০.০০ টাকা

৯.           ৯ম ঋণ ২মাস পূর্বের শেয়ারের ১০গুণ হিসাবে সর্বোচ্চ ২৫,০০,০০০.০০ টাকা

১০.         ১০ম ঋণ ২মাস পূর্বের শেয়ারের ১০গুণ হিসাবে সর্বোচ্চ ৩০,০০,০০০.০০ টাকা

১১.         ১১তম ঋণ  ২ মাস পূর্বের শেয়ারের ১০গুণ হিসাবে সর্বোচ্চ ৩৫,০০,০০০.০০ টাকা

উল্লিখিত বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি।

সমবায়ী শুভেচ্ছান্তে,

ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া

সেক্রেটারি

দি সিসিসিইউ লিঃ, ঢাকা।