ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট পেলো ৭০ জন নতুন সদস্য

ঢাকা ক্রেডিট পেলো ৭০ জন নতুন সদস্য

0
586

ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিট পেলো ৭০ জন নতুন সদস্য।
২৮ ফেব্রুয়ারি ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের হলরুমে শিক্ষা সেমিনারে অংশ নেন নতুন সদস্য প্রাত্যাশীরা। শিক্ষা সেমিনারে অংশ নেওয়ার পর তাঁরা ঢাকা ক্রেডিটের সদস্য হন। শিক্ষা সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, মার্কেটিং বিভাগের এ্যাসিসটেন্ট ম্যানেজার-ইনচার্জ সোহেল রোজারিও, মেম্বার’স কেয়ার বিভাগের এ্যাসিসটেন্ট ম্যানেজার-ইনচার্জ শিল্পী দেশাই। তাঁরা ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্পের বিষয়ে ধারণা দেন।


শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ঢাকা ক্রেডিটের সদস্য হতে হলে খ্রিষ্টভক্তদের ঢাকা ক্রেডিটের কর্ম এলাকা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অবস্থান করতে হবে। তিনি উৎপাদনমুখী ঋণ নিয়ে আর্থসামাজিক উন্নয়নের ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ঢাকা ক্রেডিটের রয়েছে ৮২টি প্রডাক্ট ও প্রকল্প।