ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ প্রদান

ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ প্রদান

0
400

ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের সিকিউরিটি সার্ভিসের ২০ জন সদস্য এক মাসের মৌলিক ও রিফ্রেশার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
২৭ ফেব্রুয়ারি ঢাকা ক্রেডিটের সিকিউরিটি সার্ভিস প্রকল্পের মাসব্যাপী ১০ম মৌলিক ও রিফ্রেশার প্রশিক্ষণ সমাপ্ত হয়।
ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিস প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর বিজয় ম্যানুয়েল ডি প্যারেস ডিসিনিউজকে জানান, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ও দক্ষ সদস্যগণ তাদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের বিষয় বস্তু ছিল নিরাপত্তা কর্মীদের দায়িত্ব কর্তব্য, অগ্নিনির্বাপন ও ভূমিকম্পের সময় করণীয়, আত্মরক্ষামূলক কৌশল, নিরাপত্তা বজায় রাখা, শরীর চর্চা ইত্যাদি।
বর্তমানে প্রায় ২০০ জন নিরাপত্তাকর্মী এই প্রকল্পে কাজ করছেন। ঢাকা ক্রেডিটের চাহিদা মিটিয়ে বর্তমানে এই প্রকল্পের নিরাপত্তা কর্মীগণ তমা গ্রুপ, হাউজিং সোসাইটি, সুইচ টেক্স, বনানী সেমিনারী, ওয়াইএমসিএসহ দেশের ২৫টি কোম্পানিতে বা প্রতিষ্ঠানে বাণিজ্যিকভাবে সুনাম ও দক্ষতার সাথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ঢাকা ক্রেডিট এই প্রকল্পের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করছে।