ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:,এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা

ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:,এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা

0
277

ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর সভাপতি জোনাস গমেজের সভাপতিত্বে এবং সেক্রেটারি খোকন মার্ক কস্তার সঞ্চালনায় অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ।

ঢাকা ক্রেডিটের কনফারেন্স হলে ২৫ মে, সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিমিটেড এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার এল. ক্রুশ, সিইও লিটন টমাস রোজারিওসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জোনাস গমেজ বলেন, ‘সোসাইটির যেসকল সদস্য নিয়মিত লেনদেন করছেন না, তাদেরকে নিয়মিতভাবে সোসাইটিমূখী করতে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সকল সদস্য নিয়মিত লেনদেন করলে এবং খেলাপী ঋণ হ্রাস হলে সদস্যদেরকে অধিক হারে লভ্যাংশ প্রদান সম্ভব হবে।’

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয়, ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:এর পতাকা উত্তোলন, আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা, বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদের কার্যক্রম প্রতিবেদন পাঠ ও অনুমোদন, আর্থিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, প্রস্তাবিত বাজেট পর্যালোচনা ও অনুমোদনসহ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়।

ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী, ২০০৮ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে রেজিষ্ট্রেশন লাভ করে। ৩১০ জন সদেস্যের এই প্রতিষ্ঠানটিতে রয়েছে প্রায় আটত্রিশ লক্ষ টাকার সম্পদ পরিসম্পদ।