শিরোনাম :
ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতি লি:-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। ঢাকা
অনুষ্ঠিত হলো ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতি লি:-এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা।
৮ জুলাই, দিনব্যাপী মোহাম্মদপুর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সমিতির চেয়ারম্যান ডা. বিনয় গোস্বামীর সভাপতিত্বে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও কাককো লি:-এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কমিশনার জনাব মোক্তার সরদার, মীরপুর এজি চার্চের পাস্টর বিনয় সাউর প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া এবং বোর্ড অব ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিওসহ সমিতির সদস্যগণ।
বার্ষিক সাধারণ সভায় বক্তাগণ সমিতির কার্যক্রম ও উন্নয়নের প্রশংসা করেন। সেই সাথে বর্তমান বোর্ড দক্ষতা ও সততার সাথে সমিতির কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে ধন্যবাদ জানান। সমিতির সকল উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে বক্তাগণ উল্লেখ করেন।
বার্ষিক সাধারণ সভার শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয়, সমবায়ী ও সমিতির পতাকা উত্তোলন করা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তব্য পর্ব শেষে আলোচ্যসূচি অনুসারে বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করা হয়।
এ দিন অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। শেষে লটারী ড্রয়ের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা সমাপ্ত হয়।