ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized ঢাকা বিভাগীয় সমবায়ের নতুন নিয়োগপ্রাপ্ত যুগ্ম-নিবন্ধকের সাথে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিভাগীয় সমবায়ের নতুন নিয়োগপ্রাপ্ত যুগ্ম-নিবন্ধকের সাথে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

0
530

ডিসিনিউজ ॥ ঢাকা

ঢাকা বিভাগীয় সমবায়ের নতুন নিয়োগপ্রাপ্ত যুগ্ম-নিবন্ধক এস. এম তারিকুজ্জামানের সাথে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, প্রোগ্রাম ও প্রটোকল ম্যানেজার স্বপন রোজারিও, ঢাকা বিভাগীয় সমবায়ের অডিট ও আইন বিভাগের নূর-ই-জান্নাত।

৯ জুলাই বেলা আড়াইটায় ঢাকা ক্রেডিটের প্রতিনিধি দল সমবায় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ঢাকা বিভাগীয় সমবায়ের যুগ্ম-নিবন্ধক হয়ে দায়িত্ব গ্রহণ করায় যুগ্ম-নিবন্ধক তারিকুজ্জামানকে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে যুগ্ম-নিবন্ধক ঢাকা ক্রেডিটের কার্যক্রম সম্পর্কে জানতে চান। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এবং সিইও সংক্ষিপ্তভাবে সমিতির কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।

ঢাকা ক্রেডিটের প্রডাক্ট ও প্রকল্পগুলোর মাধ্যমে দেশের অর্থনৈতিক ও আর্থ-সামাজিক কর্মকান্ডের বিষয়ে জেনে ঢাকা ক্রেডিটের ভূয়সী প্রশংসা করেন। তিনি ঢাকা ক্রেডিটের ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালসহ সমবায় বাজারের কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা জানান।

এ ছাড়াও তিনি ঢাকা ক্রেডিটসহ এর বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন। তিনি ঢাকা ক্রেডিটের সমবায় বাজারের আরো বিস্তৃতির জন্য আহ্বান জানান। অতি শ্রীঘ্রই ঢাকা ক্রেডিট সমবায় বাজার অ্যাপস্ উদ্বোধন করতে যাচ্ছে, যার মাধ্যমে সদস্যসহ যেকোনো সাধারণ মানুষ অ্যাপসের মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয় করতে পারবেন। যুগ্ম-নিবন্ধক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তাকে অনুরোধ করেন, যেন সমবায় প্রতিমন্ত্রীর মাধ্যমে উক্ত অ্যাপটি উদ্বোধন করা হয়।

এ সময় তিনি ঢাকা ক্রেডিটের সাথে ভবিষ্যতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।