ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকা মহাধর্মপ্রদেশ পেলো ছয়জন নবভিষিক্ত যাজক

ঢাকা মহাধর্মপ্রদেশ পেলো ছয়জন নবভিষিক্ত যাজক

0
1119

ডিসিনিউজ ॥ ঢাকা

ঢাকা ক্যাথলিক মহাধর্মপ্রদেশ পেলো ছয়জন নবভিষিক্ত যাজক।

৩০ ডিসেম্বর কাকরাইলস্থ ক্যাথিড্রালে ছয়জন ডিকনকে অভিষিক্ত করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই। 

নব অভিষিক্ত যাকজগণ হলেন: ফাদার লেনার্ড আন্তনী রোজারিও, ফাদার লিওন জেভিয়ার রোজারিও, ফাদার বিশ্বজিৎ বার্নাড বর্মন, ফাদার ঝলক দেশাই, ফাদার তিমন গমেজ সিএসসি ও ফাদার বাঁধন হিলারিউস রোজারিও সিএসসি।

তাঁদের মধ্যে চার জন ধর্মপ্রদেশীয় এবং দুইজন পবিত্র ক্রুশ সংঘের যাজক।

তিনি আরো বলেন, পুরোহিতদের নিকট মানুষের অনেক প্রত্যাশা থাকে। সেটা হলো পুরোহিত হবেন পবিত্র। যাজকদের হতে হবো  যিশুর মতো পবিত্র। সেবা ও প্রার্থনার মধ্য দিয়ে যাজকদের যিশুতে রূপান্তরিত হতে হবে।

আর্চবিশপ বিজয় নব অভিষিক্ত যাজকদের উপদেশ বাণীতে অভিনন্দন জানিয়ে বলেন, যাজকদের যাজকীয় জীবনের পবিত্রতা হলো অনেক বড়ো একটা ব্যাপার। পবিত্রতার মধ্য দিয়েই তাঁরা তাঁদের কর্মক্ষেত্রে আরো গভীরে প্রবেশ করে। আর এখানেই তাঁদের জীবনটা অর্থ পূর্ণ হয়ে উঠে।

যাজকীয় অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থেকে নব অভিষিক্ত যাজকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া।