ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা শহরস্থ সাভারবাসী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়র লি: এর নবম এজিএম এবং...

ঢাকা শহরস্থ সাভারবাসী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়র লি: এর নবম এজিএম এবং নির্বাচন-২০১৮

0
1349

ঢাকা শহরস্থ সাভারবাসী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়র লি: এর নবম বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হয় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ৫ মে শনিবার সন্ধ্যা ৭টায়।

এ অনুষ্ঠানের সভাপতি ঢাকা শহরস্থ সাভারবাসী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়র লি:এর প্রেসিডেন্ট লরেন্স রোজারিও তার স্বাগত বক্তব্যে বলেন, ‘বিগত এক বছরে আমাদের কার্যক্রমগুলো সুন্দরভাবে সফল হতে আপনারা সহযোগিতা করেছেন, এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে আনন্দের এবং সাফল্যের বিষয় হচ্ছে আমাদের এই সমিতিতে ঋণ খেলাপির হার শূন্য।’ নির্বাচনে যে নতুন বোর্ড সদস্য নির্বাচিত হতে যাচ্ছে তাদেরকে তিনি সাহায্যে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানান।

বর্তমান ব্যবস্থাপনা কমিটির সু-ব্যবস্থাপনার প্রশংসা করে প্রধান অতিথি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘আজকে যারা নির্বাচিত হবে তারাই পঁচিশ বছরের জুবিলির জন্য যেন প্রস্তুতি গ্রহণ করেন।’ ঢাকাস্থ এই সমিতির অফিস সপ্তাহে পাঁচ দিন খোলা রাখার জন্য সাভারবাসীকে সর্বদা ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করেন প্রেসিডেন্ট রোজারিও।

ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে নিজেদের সংগঠিত হয়ে খ্রিষ্টান সমাজে নেতৃত্ব দেবার আহ্বান জানান বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সংগ্রামী মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া।

বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ বলেন, ‘আপনাদের বিগত এক বছরে সম্পদ-পরিসম্পদ বৃদ্ধি পেয়েছে ৩৩%, যা ঈর্ষণীয়।’ তিনি সকল ক্রেডিট ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করে নতুন বোর্ডকে অগ্রিম অভিবাদন জানান।

বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে তরুণদের সংখ্যা লক্ষণীয়, যেখানে তরুণরা থাকবে, সেই প্রতিষ্ঠানের উন্নতি অবধারিত।’ তিনি আরও বলেন, ‘আপনারা সমিতির মূলধন বৃদ্ধির জন্য স্থায়ী আমানত বৃদ্ধি করতে পারেন।’

বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ বলেন, ‘বিগত ছয় বছরে সমিতির উন্নতি লক্ষ্যণীয়, এই সমিতির উন্নতির জন্য আমরা সর্বাতœক সহযোগিতা করছি ও করব।’

সমবায় অধিদপ্তরের নির্বাচন কমিশনার আবদুল ওয়াহিদ সরদার বলেন, আপনাদের এই সিলেকশন প্রক্রিয়ার মাধ্যামে ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচন করার জন্য আপনাদের স্বাগত জানাই। নি:সন্দেহে এটি একটি সুন্দর প্রক্রিয়া। পরে তিনি নতুন বোর্ডে নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন। নতুন বোর্ডে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন: লরেন্স রোজারিও (চেয়ারম্যান), উজ্জ্বল রোজারিও (ভাইস-চেয়ারম্যান), প্রিয়ন্ত সি.কস্তা (সেক্রেটারি), লিন্টাস রক রোজারিও (ট্রেজারার) , পল্লব ডি’ রোজারিও (ম্যানেজার)। অন্যান্য বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে এই সমিতির সমৃদ্ধি কামনা করেন এবং সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন।
এ অনুষ্ঠানে লরেন্স রোজারিও’র সভাপতিত্বে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার ওয়াইএমসিএর প্রেসিডেন্ট তপন টি রোজারিও, প্রতাপ আগষ্টিন গমেজ, সেক্রেটারি-ধরেন্ডা মিশন পালকীয় পরিষদ, মাইকেল জন গমেজ, প্রেসিডেন্ট-ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, দিলিপ পিউস রোজারিও, মোহাম্মদপুর শাখার বিসিএ’র সভাপতি আন্তন হালদার, সাভারের বিভিন্ন সংগঠন হতে আগত সদস্যগণ এবং সমিতির সদস্যরা।

এইচআর.আরপি. ৬ মে, ২০১৮