ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ০৯ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৬ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকা শহরস্থ সাভারবাসী খ্রীষ্টান কো-অপারেটিভের ১১তম বার্ষিক সাধারণ সভা

ঢাকা শহরস্থ সাভারবাসী খ্রীষ্টান কো-অপারেটিভের ১১তম বার্ষিক সাধারণ সভা

0
208

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা শহরস্থ সাভারবাসী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন, ঢাকার তেজগাঁও গির্জার ক্যাম্পাসে মহাধর্মপ্রদেশীয় সেবাকেন্দ্র মাদার তেরেজা ভবন অডিটরিয়ামে সমিতির সভাপতি লরেন্স রোজারিও’র সভাপতিত্বে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন কাককো লি:-এর চেয়ারম্যান নির্মল রোজারিও। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ধরেন্ডা ক্রেডিটের চেয়ারম্যান উজ্জ্বল সাইমন রোজারিও, প্রাক্তন চেয়ারম্যান মাইকেল গমেজ, ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সদস্য প্রিয়ন্ত সি. কস্তা, ঢাকা ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট হিউবার্ট জনি রোজারিও প্রমুখ।
সভায় সমিতির সার্বিক অবস্থা নিয়ে আলোচনা ও বক্তব্য রাখেন সমিতির চেয়ারম্যান। তিনি বিগত সময়গুলোতে সমিতির উন্নয়নে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান।

এ ছাড়াও অন্যান্য বক্তাগণ সমিতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং করোনা মহামারিসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশে সমিতির কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে চলেছে বলেও বক্তারা সাধুবাদ জানান।