শিরোনাম :
তবুও একা
সুবীর ডি’ ক্রশ
অনেকটা পথ এখনো পায়ের তলায়
তীক্ষ্ন দৃষ্টি সমুখে তবুও আধিয়ার চাঁদর
ক্ষীণ আলো র্দপনে প্রতিছবি অচেনা পথের
কোথায় প্রান্ত দোষর এ পথের।
একা পথে রানারের বেশে আজানা সুরের ধ্বনি জপতে জপতে
আমি ছাড়া কেউ নেই পথে।
সুসময়ের মায়া ভালবাসার জালে জড়ানো সমরাঙ্গণ
অযাচিত নাড়ির স্পর্শ সোহাগের দাবদাহ
ভেবেছিলাম এরাই সাথী হবে আমার
সুদূর যাত্রা পথে পুষ্প-পালকিতে ।
সময়ের দৌঁড়ে বার্ধক্যের জয়ধ্বনি ঘিরে আমার ধরণী।
আমি একা হয়ে যাই হাজারও মোহ-মায়ায়
আসে আমাতে ঘৃণা উপহাসের সাজে
আতকে উঠি আধিয়ার মাঝে ছায়া দলে
হাজার পথিক আমার স্মৃতিতে।
অনেকটা পথ, পদ তলে আমার
একা শূণ্য আমি, আমার যাত্রা পথে
হয়তো এটাই সত্য এ ধরায়, সবার জীবনে
এসেছিলাম একা, যেতেও হবে একা ওপারে ॥
আরবি/আরপি
১৬ নভেম্বর, ২০১৬