শিরোনাম :
তাঁর রেখে যাওয়া কাজই তাঁকে স্মরণীয় করে রাখবে : ইগ্নাসিউস এলইসিয়াস মনু গমেজের স্মৃতিচারণ ও শোক সভা
‘ইগ্নাসিউস গমেজ ছিলেন একজন ত্যাগী এবং নিবেদিত প্রাণ সমাজ সেবক’ বলে মন্তব্য করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
ইগ্নাসিউস এ. গমেজের (মনু) স্মরণ ও শোক সভায় তিনি এ কথা বলেন।
৯ ডিসেম্বর, সন্ধ্যা ৭টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির প্রাক্তন চেয়ারম্যান ইগ্নাসিউস এ. গমেজ (মনু) এর আত্মার কল্যাণার্থে তার পরিবারের উপস্থিতিতে স্মৃতিচারণ ও শোক সভার আয়োজন করা হয়।
এ সময় প্রেসিডেন্ট গমেজ আরো বলেন, ইগ্নাসিউস মনু ছিলেন ‘এক জন দরদীপ্রাণ মানুষ। কর্তব্যনিষ্ঠা নিয়ে তিনি আজীবন কাজ করে গেছেন। তিনি ঢাকা ক্রেডিটে দীর্ঘ ১৮ বছর নিষ্ঠার সাথে সেবা দিয়েছেন। কখনো অনিয়মের সাথে আপোষ করেননি তিনি।
প্রেসিডেন্ট গমেজ আরো বলেন, ‘ইগ্নাসিউস মনু ছিলেন এক জন নিবেদিতপ্রাণ সমাজ সেবক। সরলতা এবং সততা ছিল তার কর্তব্যের একটি অংশ। আজ তাঁর মৃত্যুতে আমরা একজন যোগ্য অভিভাবককে হারিয়েছি। আমরা তাঁকে সব সময় অনুভব করি।
এ সময় তিনি ইগ্নাসিউস এলইসিয়াস মনু গমেজের শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর আত্মার কল্যাণ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘ইগ্নাসিউস এলইসিয়াস মনু গমেজ ছিলেন একজন সৎ ও কর্তব্যনিষ্ঠ ব্যক্তি। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। দীর্ঘদিন ইগ্নাসিউস এ. গমেজ ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। যেকোনো ক্রেডিটের ক্রেডিট কমিটি একটি গুরুত্বপূর্ণ অংশ। ক্রেডিটের ঋণ কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়। এই গুরুত্বপূর্ণ স্থানেই ইগ্নাসিয়াস এ. গমেজ নিষ্ঠার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আমরা বিশ্বাস করি, মনুদার কাজের মাধ্যমেই সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।
অনুষ্ঠানে গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, রাজাবাজার খ্রীষ্টান সমিতির সভাপতি মার্সিয়া মিলি গমেজ, খ্রীষ্টান হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা যোসেফ লরেন্স, ইগ্নাসিউস এ. গোমেজ-এর সহধর্মিনী নীলিমা এ. গোমেজসহ তাঁর ছেলে, ছেলে বৌ, নাতী-নাতনী, আত্মীয় পরিজন এবং সমাজের বিশিষ্টজনেরা।
এ সময় অন্যান্য বক্তরা ইগ্নাসিউস এলইসিয়াস মনু গমেজের স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা মনুদার মতো সৎ এবং নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারিয়ে শোকাহত। তাঁর স্নেহ-ভালবাসা এবং কর্তব্যনিষ্ঠা দিয়ে তিনি সকলের মনে স্থান করে নিয়েছেন। তিনি সমাজে অনেক কিছু দিয়েছেন। তাঁর রেখে যাওয়া অবদান আমরা কখনো ভুলবো না। আমরা বিশ্বাস করি, ইগ্নাসিউস এলইসিয়াস মনু গমেজের আত্মা ঈশ্বরের কোলে স্থান পেয়েছে।
শোকসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।
২০১৭ খ্রিষ্টাব্দের ২৬শে নভেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে ৭৬ বছর বয়সে চিরবিদায় নেন ইগ্নাসিউস এলইসিয়াস মনু গমেজ। ফুসফুসে প্রদাহ ও ব্রেইন স্ট্রোকের কারণেই তাঁর মৃত্যু হয়। স্থায়ী পৈত্রিক নিবাস বরিশাল জেলার পাদ্রিশীবপুর ধর্মপল্লি হলেও ১৯৪১ খ্রিষ্টাব্দে ১লা জানুয়ারিতে অবিভক্ত ভারতবর্ষের কোলকাতায় জন্মগ্রহণ করেন তিনি।
তিনি ঢাকা ক্রেডিট, হাইজিং সোসাইটি, রাজাবাজার খ্রীষ্টান সমিতি, কাফরুল ও মহাখালী সমিতিসহ নানা প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করেছেন।
আরবি/আরপি/৯ ডিসেম্বর, ২০১৭