ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট তিনি শুধু ভাল মানুষ নয়, নেতৃত্বগুনের অধিকারী ছিলেন: অধ্যাপক মানিক গোমেজের স্মরণ...

তিনি শুধু ভাল মানুষ নয়, নেতৃত্বগুনের অধিকারী ছিলেন: অধ্যাপক মানিক গোমেজের স্মরণ সভা

0
346

‘যারা বাংলা পড়ায় তাদের হৃদয় অনেক বড় হয়। তারা মাতৃভাষাকে এবং দেশকে ভালবাসতে শেখান। অধ্যাপক মানিক স্যারও তেমন একজন সুযোগ্য শিক্ষক ছিলেন’ অধ্যাপক গাব্রিয়েল মানিক গোমেজের আত্মার জন্য প্রার্থনানুষ্ঠান এবং স্মরণ সভায় এই মন্তব্য করেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি।

বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে অধ্যাপক গাব্রিয়েল মানিক গোমেজের আত্মার কল্যাণে প্রার্থনানুষ্ঠান এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ এবং অধ্যাপক মানিক গোমেজের পরিবার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ ফাদার হেমন্ত রোজারিও বলেন, ‘মানিক স্যার শিক্ষক এবং ব্যক্তি জীবনে একজন আন্তরিক মানুষ ছিলেন। তিনি আপন করে কাছে টেনে সবাইকে ভালবাসতেন। তার সরলতা এবং ন¤্রতা দিয়ে খুব সহজে সবাইকে আপন করে নিতেন। নিজের কথা তিনি খ্বু সহজেই অন্যের মধ্যে পৌঁছে দিতেন। তিনি শুধু ভাল মানুষ নয়, নেতৃত্বগুণের অধিকারী ছিলেন। আজ অধ্যাপক মানিক স্যারের আত্মার কল্যাণে বিন¤্রচিত্তে প্রার্থনা করি।’

অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ প্রয়াত অধ্যাপক মানিক গোমেজের সাথে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, ‘আমার সৌভাগ্য যে, আমাদের জেনারেশনের একমাত্র আমিই সাংগঠনিকভাবে শ্রদ্ধেয় মানিক স্যারের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। নেতৃত্বের অনেক কিছুই আমি মানিক স্যারের কাছ থেকে শিখেছি।’

প্রেসিডেন্ট গমেজ আরো বলেন, ‘আমি দেখেছি, যেখানেই খ্রিষ্টানদের উপর অত্যাচার হয়েছে, সেখানেই মানিক স্যার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সমাজের প্রতিটা জায়গায়ই মানিক স্যার তাঁর মেধা এবং শ্রম দিয়ে খ্রিষ্টান সমাজের জন্য একটি মজবুত ভিত্তি এনে দিয়েছেন।’

অধ্যাপক মানিক গোমেজ জীবতাবস্থায় যে আদর্শ রেখে গেছেন, তা সকলকে ধরে রাখতে আহ্বান জানান প্রেসিডেন্ট গমেজ।

01এ সময় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘অধ্যাপক মানিক স্যারের সাথে অনেক বছর কাজ করার সুযোগ হয়েছে। তিনি আন্তরিক সুন্দরভাবে কাজ করতেন।’
অধ্যাপক মানিকের ব্যক্তিত্ব নিয়ে বলেন, অধ্যাপক মানিক স্যার একজন আদর্শ এবং মহৎ খ্রিষ্টান মানুষ ছিলেন। তিনি ছিলেন একজন অহিংস মানুষ।

‘দক্ষতা এবং শ্রম দিয়ে একটি শক্তিশালী সমাজ বিনির্মাণ করে গেছেন অধ্যাপক মানিক স্যার এবং আমরা বর্তমানে তার ফল ভোগ করছি’ বলে মন্তব্য করেন খ্রিষ্টান হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন।

পিউরীফিকেশন বলেন, হাউজিং সোসাইটি প্রতিষ্ঠা হওয়ার পিছনে যারা ছিলেন, তাদের মধ্যে অধ্যাপক মানিক স্যার ছিলেন অগ্রণী ভূমিকায়। তিনি না থাকলে আজ খ্রিষ্টান সমাজ এমন মজবুত ভিত্তির উপর দাঁড়াতে পারতো না।

প্রশাসনিক এবং সরকারিভাবেও অধ্যাপক মানিক স্যার খ্রিষ্টান সমাজের জন্য কাজ করেছেন বলেও দাবি করেন আগস্টিন পিউরীফিকেশন।

এ ছাড়াও অন্যান্য বক্তারা অধ্যাপক মানিক গোমেজের জীবনী নিয়ে অনুধ্যান করে সমাজ সেবায় নিবেদিত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

বক্তারা বলেন, অধ্যাপক মানিক স্যারের কারণে খ্রিষ্টান সমাজ অনেক ক্ষেত্রেই লাভবান হয়েছে। তিনি যেমন মানুষ গড়েছেন, তেমনি সমাজ বিনির্মাণেও দিয়েছেন দক্ষ নেতৃত্ব। শ্রদ্বেয় অধ্যাপক মানিক স্যারের মৃত্যু সমাজের জন্য একটি বড় ক্ষতি।

এ সময় সকলে অধ্যাপক মানিক গোমেজের আত্মার চিরশান্তি কামনা করেন।

অনুষ্ঠানে অধ্যাপক মানিক গোমেজের সহধর্মিণী আঞ্জেলিনা শান্তি গোমেজ এবং পরিবারবর্গ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি, ফাদার মিন্টু পালমা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের প্রাক্তণ প্রেসিডেন্ট হিউবার্ট গমেজ, মেজর জেনারেল জন গমেজ (অব:), ঢাকা ক্রেডিটের কর্মকর্তাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রার্থনা পরিচালনা করেন ফাদার মিন্টু পালমা এবং সঞ্চালনা করেন হেমন্ত কোড়াইয়া। এ দিন অধ্যাপক মানিক গোমেজের জীবনী নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করে ঢাকা ক্রেডিট মিডিয়া সেল।

প্রসঙ্গত, ২৩ জুন সন্ধ্যা ৭টায় মনিপুরীপাড়া নিজ বাসভবনে অধ্যাপক মানিক গোমেজ প্রাণ ত্যাগ করেন এবং ২৪ জুন, বিকেল ৪টায় তেজগাঁও কবরাস্থানে তাঁকে সমাহিত করা হয়।

বরিশাল জেলার বাখরগঞ্জ থানার মাটিভাঙ্গা গ্রামের (পাদ্রীশিবপুর ধর্মপল্লী) সন্তান অধ্যাপক গাব্রিয়েল মানিক গোমেজ। তিনি দেশসেরা নটর ডেম কলেজের বাংলার অধ্যাপক ছিলেন। তিনি ঢাকা ক্রেডিটের ১৯৭২-৭৩ সাল পর্যন্ত সেক্রেটারি এবং ১৯৯০-৯৩ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের ও ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট এবং বিভিন্ন সংগঠনের উল্লেখযোগ্য পদে দায়িত্ব পালন করেন। তিনি চার্চে বিভিন্নভাবে মান্ডলিক সেবা দিয়েছেন।

আরবি/আরপি/২৯ জুন, ২০১৭