শিরোনাম :
তুইতালে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। তুইতাল
তুইতালে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার। ৩০ সেপ্টেম্বর, তুইতাল ধর্মপল্লীর খ্রিষ্টবিশ্বাসীদের নিয়ে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
ঢাকা ক্রেডিটের উপদেষ্টা যোসেফ নির্মল গমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার আবেল বি. রোজারিও। আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, উপদেষ্টা থিউফিল গমেজ, উপদেষ্টা মেরীলিন গমেজ, লেখক যোসেফ শরৎ গমেজ, হাসনাবাদ সেবাকেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য অঞ্জলী দেসা, ক্লাইভ গমেজ, তুইতাল মিশন শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক ভিক্টর গমেজ, শিক্ষা উপ-কমিটির সচিব শিখা গমেজ, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, পাপিয়া রিবেরূ, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, সিও স্বপন রোজারিও, বিপুল টি. গমেজসহ আরো অনেকে।
শিক্ষা সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ ঢাকা ক্রেডিটের কার্যক্রমের ভূয়ঁশী প্রশংসা এবং ঢাকা ক্রেডিটের সাথে পথ চলে উন্নয়নে অংশিদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের উপর সার্বিক তথ্য উপস্থাপন করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। এ সময় তিনি ঢাকা ক্রেডিটের সাথে থেকে উন্নয়ন কার্যক্রম আরো এগিয়ে নিতে সকলের নিকট একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানান।
এই দিন মুক্তালোচনায় অংশ নিয়ে তুইতালবাসী ঢাকা ক্রেডিটের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারনা লাভ করেন এবং ঢাকা ক্রেডিটের সাথে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
শেষে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন ট্রেজারার রতন পিটার কোড়াইয়া।