ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তুমিলিয়া বহুমুখী সমিতির নির্বাচনে কলিন্স-টেরেন্স-প্রবীন-মিতু-সোহেল পরিষদের জয়

তুমিলিয়া বহুমুখী সমিতির নির্বাচনে কলিন্স-টেরেন্স-প্রবীন-মিতু-সোহেল পরিষদের জয়

0
902

ডিসিনিউজ ॥ ঢাকা

তুমিলিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে বিজয়ী হয়েছে কলিন্স-টেরেন্স-প্রবীন-মিতু-সোহেল পরিষদ।

১৯ মার্চ তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা ও নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়। দুইটি প্যানেলের মধ্যে আজ ভোট যুদ্ধ অনুষ্ঠিত হয়। প্রদীপ-ঝন্টু-পল্লব-রিংকু-অপু পরিষদের সাথে ভোটে জয় লাভ করেছে কলিন্স-টেরেন্স-প্রবীন-মিতু-সোহেল পরিষদ। নির্বাচন কমিটির সভাপতি ছিলেন ঢাকার তেজগাঁওয়ের মেট্রোপলিটন থানা সমবায় অফিসার মো: রেজাউল বারী। নির্বাচন কমিটির সদস্য ছিলেন প্রলয় দীপক ডি’রোজারিও ও সুভাস আগষ্টিন পিউরীফিকেশন।

চেয়ারম্যান প্রার্থী কলিন্স ট্যলন্টিনু চেয়ার প্রতীকে পেয়েছেন ৪০০ ভোট। একই প্রার্থী প্রদীপ পল রোজারিও ছাতা প্রতীকে পেয়েছেন ২৩১ ভোট।

ভাইস-চেয়ারম্যান প্রার্থী টেরেন্স প্যাট্রিক পালমা আনারস প্রতীকে পেয়েছেন ৪১৮ ভোট। একই প্রার্থী ঝন্টু টি টলেন্টিনু মোমবাতি প্রতীকে পেয়েছেন ২১৪ ভোট।

 সেক্রেটারি প্রার্থী প্রবীন প্ল্যাসিড পিউরীফিকেশন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৪১৪ ভোট। একই প্রার্থী পল্লব ডমিনিক দরেছ মাছ প্রতীকে পেয়েছেন ২১৭ ভোট।

ম্যানেজার প্রার্থী মিতু ট্রিজা গমেজ মই প্রতীকে পেয়েছেন ৩৯০ ভোট। একই প্রার্থী রিংকু ইম্মানুয়েল কস্তা বই প্রতীকে পেয়েছেন ২৪৯ ভোট।

ট্রেজারার প্রার্থী সোহেল লরেন্স গমেজ তালা-চাবি প্রতীকে পেয়েছেন ৩৮৬ ভোট। একই প্রার্থী অপু আন্তনী রোজারিও আম প্রতীকে পেয়েছেন ২৪৩ ভোট।

তুমিলিয়া বহুমুখী সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান কলিন্স ট্যলন্টিনু নির্বাচন শেষে কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই জয় আপনাদের সকলের। আপনাদের সমর্থন ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানাই।’