শিরোনাম :
তুমিলিয়া ধর্মপল্লীর পর্ব দিবস পালন: সাধু যোহনের পর্ব
গাজীপুর জেলার কালীগঞ্জ থানার তুমিলিয়া ধর্মপল্লীতে শুক্রবার, ‘সাধু যোহনের পর্ব’ পালন করা হয়।
সকাল ৯টায় পর্বদিবসের অনুষ্ঠান শুরু হয়। পর্বীয় খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ভাতিকানের পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের প্রতিনিধি কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিত্ত সিএসসি।
খ্রিষ্টযাগে কার্ডিনালের সাথে আরো উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত আলবিন গমেজ, ফাদার জেভিয়ার পিউরিফিকেশনসহ অন্যান্য ফাদার এবং খ্রিষ্টভক্তগণ ।
খ্রিষ্টযাগে কার্ডিনাল বলেন, “সাধু যোহন প্রবক্তারুপে মনোনীত ছিলেন এবং গর্ভ থেকে জন্ম নেওয়া সকল মানুষের মধ্যে তিনিই সর্বশ্রেষ্ঠ। তার দীক্ষাদানের মধ্য দিয়ে আমরা আদি পাপ থেকে ক্ষমা পেয়েছি।”
তিনি আরও বলেন, আজ ঘরে ঘরে মিলন নেই, সমাজেও মিলন নেই, কিন্তু আজকের এই পর্ব আমাদের সুযোগ করে দিয়েছে সকলের সাথে আবার সুন্দর একটি সম্পর্ক তৈরি করার।
খ্রিষ্টযাগের পর কেন্দ্রীয় যুব সংগঠন ‘জাগরণী সংঘ’ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান চলাকালীন সময়ে ফাদার আলবিন বলেন, “মণ্ডলীতে ৩ জনের জন্মদিন পালন করা হয়। তাঁরা হলেন যীশু খ্রিষ্ট, কুমারী মারিয়া ও সাধু যোহন। তাই আমরা সত্যিই আনন্দিত সাধু যোহনের জন্মোৎসব পালন করতে পেরে। তিনি সত্যের স্বপক্ষে সাক্ষী দিয়েছিলেন। তাই আমরা সেই ব্যাপারটা অন্তরে ধারণ করবো ও নিজেদের সেভাবে গড়ে তুলবো।”
এ সময় দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ভাইস প্রেসিডেন্ট অনিল লিও কস্তা ডিসিনিউজকে বলেন, “আমরা দীর্ঘ দিন যাবৎ এই পর্ব পালন করে আসছি। আগের তুলনায় এই উৎসব আরও উৎসবমুখর হচ্ছে দিন দিন।”
আরবি/আরপি/২ জুলাই, ২০১৭