ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তেজগাঁওয়ে যীশুর যাতনাভোগের পালাগান (যীশু লীলা) অনুষ্ঠিত

তেজগাঁওয়ে যীশুর যাতনাভোগের পালাগান (যীশু লীলা) অনুষ্ঠিত

0
168

ডিসিনিউজ।। ঢাকা
বিপুলসংখ্যক ভক্তজনগণের উপস্থিতিতে ১৭ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ, শুক্রবার, ঢাকা মহাধর্মপ্রদেশের তেজগাঁও ধর্মপল্লীর আয়োজনে, পরম শ্রদ্ধেয় ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ ওএমআই এর প্রার্থনার মাধ্যমে চড়াখোলা গ্রামের যীশুর পালাগানের দলের উপস্থাপনায় বিকাল ৫.৩০ মিনিটে, বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যীশুর পালাগান (যীশু লীলা) শুরু হয়। এ সময় তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুব্রত বনিফাস গমেজ সবাইকে শুভেচ্ছা জানান এবং ধৈর্যসহকারে শেষ পর্যন্ত মনযোগ দিয়ে দেখার ও শোনার আহবান জানান।


যীশুর জন্ম পরবর্তী প্রকাশ্য জীবন, ক্রুশ বহন, ক্রুশীয় মৃত্যু এবং তৎপরবর্তী পুনরুত্থান পর্যন্ত অভিনয়ের মাধ্যমে মঞ্চে বিশ্বাস ও ভক্তি সহকারে ফুটিয়ে তোলা হয়। রাত ৯.০৫ মিনিটে তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুব্রত বনিফাস গমেজ ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে দূত সংবাদ প্রার্থনার মাধ্যমে এই পালাগানের সমাপ্তি ঘোষণা করেন।
সংবাদদাতাঃ স্ট্যানিসলাস সোহেল রোজারিও