ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তেজগাঁও গির্জায় উদযাপিত হলো বঙ্গবন্ধুর ১০১তম জন্মবাষির্কী

তেজগাঁও গির্জায় উদযাপিত হলো বঙ্গবন্ধুর ১০১তম জন্মবাষির্কী

0
612

ডিসিনিউজ ॥ ঢাকা

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে তেজগাঁও গির্জায় উদযাপন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবাষির্কী।

১৭ মার্চ, সকাল ৮টায় তেজগাঁও গির্জায় খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বিশেষ প্রার্থনানুষ্ঠান, পবিত্র খ্রিষ্টযাগ ও কেক কাটার অনুষ্ঠান করা হয়।

জন্মবাষির্কীর পবিত্র উৎসর্গ করেন তেজগাঁও গির্জার সহকারী পাল-পুরোহিত ঝলক এন্টনী দেশাই।

 খ্রিষ্টযাগের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা এবং জাতির পিতার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, বিসিএ’র যুগ্ম মহা সচিব জেমস সুব্রত হাজরা প্রমুখ। আলোচনা সভার সঞ্চালনা করেন এসোসিয়েশনের সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া।

আলোচনা সভায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও বলেন, ‘আজ আমরা বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন পালন করতে পেরে আনন্দিত। বঙ্গবন্ধুর আত্মত্যাগের জন্যই আমরা স্বাধীন হয়েছি। তিনি একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ দিয়ে গেছেন। যেখানে সকল ধর্মের মানুষ সমমর্যাদা পাবে, সমঅধিকার ভোগ করবে। নির্যাচিত সকল মানুষের কথা তিনি চিন্তা করেছেন। তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন এবং তাঁর মহান নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মহান কোনো নেতাকে কখনো হত্যা করা যায় না। তাঁদের চেতনা চিরকাল অন্যের মাঝে বেঁচে থাকে। বঙ্গবন্ধু যুগযুগ ধরে আমাদের মাঝে বেঁচে থাকবেন। অনেকেই বঙ্গবন্ধুকে হত্যা করে পুনরায় একটি পাকিস্তান রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু তা করতে পারেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের সচেতন হয়ে তাঁর সাথে সহায়তা করতে হবে। এই দেশ আমাদের, এই মাটি আমাদের। তাই আমাদের সকলের সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আজ আমরা মহামানবের জন্মদিন পালন করছি। বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা বাংলাদেশ পেয়েছি। তিনি একটি স্বাধীন অসাম্প্রদায়িক দেশ চেয়েছিলেন। আজ আমরা একটি স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক দেশ দেখতে চাই। যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে।’

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও বলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নয়। তিনি সারা বিশ্বের নেতা। সারাবিশ্বের নির্যাতিত মানুষের নেতা। তিনি মানুষের অনুপ্রেরণা। তাঁর অনুপ্রেরণায় আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।’ তিনি বঙ্গবন্ধুর লেখা তিনটি বই পড়ার আহ্বান জানান।

বিসিএ’র যুগ্ম মহা সচিব সুব্রত হাজরা বলেন, ‘আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। বঙ্গবন্ধু না থাকলে আমার স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল।’

আলোচনা সভার পর অতিথিরা শিশুদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবাষির্কীর কেক কেটে আনন্দ উদযাপন করেন।

এরপর বেলা ২টায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ধানমন্ডী ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাসভবন সংলগ্ন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে’র প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

জন্মদিন পালন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের  ডিরেক্টর পাপিয়া রিবেরু, আনন্দ ফিলিপ পালমা, মনিকা গমেজ, ক্রেডিট কমিটির সদস্য অন্তর মানকিন, লরেন্স পিটার গমেজ, উমা ম্যাগডেলিন গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য স্টেলা হাজরা, বার্নার্ড পংকজ ডি’রোজারিও, মোহাম্মদপুর থানার বিসিএ’র সেক্রেটারি পল্লব লিনুস ডি’রোজারিও, ঢাকা ক্রেডিটের সিও জোনাস গমেজ, বিসিএ’র মহিলা বিষয়ক সম্পাদক সিসিলিয়া রোজারিও, শিক্ষা সম্পাদক দানিয়েল শিকদার, দপ্তর সম্পাদক স্বপন রোজারিও, প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেশ বাড়ৈ, বীর মুক্তিযোদ্ধ আদম ডি’কস্তা, বীর মুক্তিযোদ্ধা ফ্রান্সিস ডি’কস্তা, বীর মুক্তিযোদ্ধ বিজয় ম্যানুয়েল ডি প্যারেস, লক্ষ্মীবাজার থানার বিসিএ’র সভাপতি রঞ্জন এডুয়ার্ড রোজারিও, সেক্রেটারি ভিক্টর রে, মিরপুর থানার বিসিএ’র সভাপতি যোসেফ স্বপন চৌধুরী, ব্রাক্ষ্রণবাড়িয়া থানার বিসিএ’র সভাপতি মলয় নাথ, ভাসানিয়া বিসিএ’র শাখার সভাপতি বিনয় রোজারিও, ভাটার থানার বিসিএ’র সভাপতি সুবীর বার্নাবাস কোড়াইয়া।