শিরোনাম :
তেজগাঁও থানাধীন সমবায় সমিতির সদস্যদের ‘ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ’
ঢাকা জেলার তেজগাঁও থানাধীন সমবায় সমিতির সদস্যদের ক্রেডিট ইউনিয়ন সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ আয়োজন করেন ‘ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট জেলা সমবায় কার্যালয়, ঢাকা।
৯ এপ্রিল, সকাল সাড়ে ১০টায় ঢাকা ক্রেডিটের প্রধান কার্যলায়ের বিকে গুড কনফারেন্স হলে অর্ধ দিবসব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ভ্রাম্যমান প্রশিক্ষণে তেজগাঁও মেট্রোথানা সমবায় অফিসার তাসলিমা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
তেজগাঁও মেট্রোথানা সমবায় অফিসার তাসলিমা আক্তার বলেন, একজন আদর্শ সমবায়ী বা সমিতির সদস্য হতে হলে সমবায়ের বিধিবদ্ধ আইন পালন করতে হবে। প্রতিদিন সমিতির হিসাব, রক্ষণা-বেক্ষণ, লেনদেন তদারকি করলে একটি আদর্শ সমিতি গড়ে তোলা সম্ভব।
তিনি আরো বলেন, একটি সমবায় সমিতির উপবিধি পরিবর্তনের প্রয়োজন হলে ব্যবস্থাপনা পরিষদের সভায় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোন কোন উপধারা পরিবর্তন করবেন এবং সাধারণ সভার সিদ্ধান্ত গ্রহণ ও সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামত গ্রহণ করবেন। সদস্যদের সাথে আলোচনার করে সমবায় অধিদপ্তরে উপবিধি পরিবর্তনের আবেদন করতে পারবেন।
‘ঢাকা ক্রেডিট সদস্যদের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজনীয় দ্রব্যের যোগান দিয়ে থাকে, যা বাংলাদেশের অন্য কোনো ক্রেডিট ইউনিয়নের নেই। যুগের সাথে তাল মিলিয়ে নিত্য-নতুন প্রডাক্ট চালু করছে ঢাকা ক্রেডিট’ বলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
প্রেসিডেন্ট গমেজ বলেন, বঙ্গবন্ধু সমবায়কে দ্বিতীয় সামাজিক অর্থনৈতিক উন্নয়নের খাত হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু বর্তমানে ১৫% ভ্যাট আরোপ করাতে সদস্যদের ডিভিডেন্ট প্রদান করা কষ্টসাধ্য হয়ে পড়ছে।
তিনি আরো বলেন, সমবায়ে সুশাসন নিশ্চিত করলে সামাজিক ও অর্থনৈতিক মুক্তি মিলবে যা ঢাকা ক্রেডিটের ৬৪ বছরের ইতিহানে চর্চা করা হয়েছে।
জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক নাজমুল হাসান বলেন, সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ভিত্তি সবল হলে সমিতির দ্রুত উন্নয়ন সম্ভব। প্রাথমিক পর্যায়ে একটি সমাবায় সমিতি শুরু করতে হলে নূন্যতম ২০জন সদস্য থাকতে হয়।
প্রশিক্ষক নাজমূল হাসান সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সমবায় সমিতির উপ আইন জানা ও মেনে চলার আহ্বান জানান।
প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-পরিচালক কামরুল হাসান, জেলা সমবায় কার্যলয়ের সহকারী প্রশিক্ষক মো. সাইদুর, সহকারী পরিদর্শক জগলুল পাশা, জাকিয়া আক্তার ও আশিকুর রহমান পলাশসহ বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত ৩৬জন সমবায়ী সদস্য।