ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তেজগাঁও বটমলী স্কুলে ২০তম ঢাকা ওয়ানগালা পালন

তেজগাঁও বটমলী স্কুলে ২০তম ঢাকা ওয়ানগালা পালন

0
920

৩ নভেম্বর (শুক্রবার) বটমলী হোমস্ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পালিত হয়েছে ২০তম ঢাকা ওয়ানগালা।

এবারের ওয়ানগালার মূল সুর ছিল, ‘আমার সংস্কৃতি, আমার অহংকার।’

সকাল সাড়ে ৯টায় শোভযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শস্য উৎস্বর্গ ও প্রার্থনা অনুষ্ঠান হয়।

উদ্বোধনকালে ব্রাদার ফেলিসন চিরান বলেন, ২য় ভাতিকান মহাসভায় যখন মান্দি কৃষ্টি অনুসারে প্রার্থনা অনুমোদন পায় তখন থেকে কাথলিক মন্ডলী খ্রিষ্টীয় মতাদর্শ আনুুসারে ওয়ানগালা পালন করে আসছে।

পরে আনুষ্ঠানিকভাবে ওয়ানগালা উদ্বোধন ও স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

এ সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ডা. ডালিম চন্দ্র বমর্ন বলেন, ‘সংস্কৃতি চর্চা না করলে তা হারিয়ে যায়। চর্চার মধ্যে দিয়ে তা আমাদের টিকিয়ে রাখতে হবে।’

IMG_5119গারো সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা নিয়ে শিশুদের ক্রীড়া, চিত্রাংকন, গল্প বলা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নব নিযুক্ত নকমাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

প্রাচীনকালে মান্দি জনগোষ্ঠীর প্রধান উৎসব ছিল ওয়ানগালা। এই সময় মান্দিরা তাদের শস্যদেবতা মিসি সালজং- এর নিকট ক্ষেতের প্রথম ফসল উৎস্বর্গ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করত। তাদের বিশ্বাস ছিল উৎপাদিত ফসল মিসি সালজংকে উৎস্বর্গ না করলে পরবর্তী ফলন ভাল হবেনা। সেই সময়ে দুই- তিন গ্রাম মিলে নকমার নেতৃত্ব হেমন্তের সময় ২-৩ দিন অথবা এক সপ্তাহ ধরে উৎসব পালিত হতো। যেখানে নানান আয়োজনে আমুয়া, রুগালা, সাসাতসওয়া, ওয়ান্থি থক্কা, রংচু, গাল্লা অনুষ্ঠানাদি হতে। গওে রওয়া, আজিয়া, দঅ-দক্কা, রেরে খাল্লা, সেরেনজিং, চাম্বিল মেসা ইত্যাদি ঐতিহ্যবাহী নাচ হত। কিন্তুু খ্রীষ্টধর্মে দীক্ষিত হওয়ার পর মান্দিদের এই ওয়ানগালা উৎসব বহু বছর যাবত পালিত হয়নি। জানা যায়, মান্দিরা প্রথমে হান্ডেড ড্রামস ওয়ানগালা, আসানাং, রংরা, তুরা, ইন্ডিয়াতে ১৯৭৬ সালে প্রথম পালন করে। বাংলাদেশ ১৯৭৮ সালে বিড়ইডাকুনি মিশনে, ১৯৮৫ সালে মরিয়মনগরে আনুষ্ঠানিক প্রথম ওয়ানগালা উৎসব উদযাপিত হয়। ঢাকায় ১৯৯৪ সালে রেভাঃ ফাঃ কামিলিউস রেমার নেতৃত্বে সর্বপ্রথম ওয়ানগালা উদযাবিত হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে প্রথম নকমা হিসেবে তপন মারাকের নেতৃত্বে ঢাকায় ওয়ানগালা উদযাবিত হয় এবং ধারাবাহিকতা আজো বজায় রেখে চলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য জুয়েল আরেং, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ডা. ডালিম চন্দ্র বমর্ন, ঢাকা ক্রেডিট এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ভাইস প্রেসিডেন্ট শিরেন সিলভেস্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ডিরেক্টর পিটার গোমেজ, জন নিলু চাম্বুগং, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই, কোড়াইয়া, ন্যাশনাল ওয়াইএমসিএ’র সেক্রেটারি জেনারেল নিপুন সাংমাসহ আরো অনেকে।

আরবি/এসডিকে/৪ নভেম্বর, ২০১৭