ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দিনাজপুরে মিশন স্কুলের নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে খুন

দিনাজপুরে মিশন স্কুলের নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে খুন

0
363

উত্তরের জেলা দিনাজপুরের সদর উপজেলার কসবা আউলিয়াপুরে লুথারন মিশন স্কুলের নৈশপ্রহরী শিবু সরেন (৪৮) খুন হয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে পেটে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
নিহত নৈশপ্রহরী শিবু সরেন গতকালই স্কুলে কাজে যোগ দিয়েছিলেন।

স্কুলের পাশের বাসিন্দা ব্যবসায়ী মাহবুব আহমেদের ভাষ্য ও ধারণা মতে, চুরি করতে আসার সময় শিবু চোরটিকে দেখে ফেলেন। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোর তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

শিবুর আত্নচিৎকারে প্রতিবেশীরা তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আনুমানিক দিবাগত রাত সোয়া একটার দিকে শিবু মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুর রহিম বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এসএন/আরপি/২২ ডিসেম্বর, ২০১৬