ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দিন আনি, দিন খাই

দিন আনি, দিন খাই

0
738

রহিমা খাতুন স্বামী রবিউল ইসলাম এবং এক মাত্র ছেলে কামালকে নিয়ে খুলনার রুপসা নদীর চর এলাকায় বাস করে। পরিবারের সবাই ইট ভাটায় কাজ করে। রহিমা ও তার স্বামীর কাছে শ্রমিক দিবস সম্পর্কে জানতে চাইলে তারা এই দিবস সম্পর্কে কিছুই জানে না বলেন উল্লেখ করেন। এমনটি বলে তাদের ছেলে কামালও।

02তারা বলেন, এই দিনটি সরকারি ছুটি থাকে, এর বেশি তারা কিছু বলতে পারেনা। তারা আরো বলেন, ছুটি থাকলে আমাদের করার কিছুই নেই। আমরা দিন আনি, দিন খাই। এই ভাটায় কাজ করে আমদের সংসার চলে।

সারা বিশ্বে পালন করা হয়েছে বিশ্ব শ্রমিক দিবস। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। কিন্তু যারা শ্রমিক তারা বেশির ভাগই জানে না শ্রমিক দিবস কি! খুলনা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দিবসটি মর্যাদার সাথে পালন করার প্রয়াস দেখলেও, যাদের জন্য দিনটি, তারা ঠিকই কাজ করে গেছে।

এমনি ইটের ভাটায় রয়েছে আরো অনেক রহিমা। তাদের কাছে শ্রমিক দিবসের কোনো বার্তা নেই, নেই কোনো তাৎপর্য। একদিন কাজ বন্ধু থাকলে তাদের পেটে কিছুই পড়ে না। তাই রহিমাদের দাবি, ন্যায্য মুজুরী। এতেই তারা সুখি।

আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতিবছর ১ মে, বিশ^ব্যাপী পালিত হয়। বিশে^র প্রায় ৮০টি দেশে ১ মে জাতীয় ছুটির দিন হিসাবে পালন করে। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালন করা হয়।

১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শ্রমিক শহীদদের আত্মত্যাগকে স্বরণ করে পালিত হয় মে দিবস বা শ্রমিক দিবস। সেদিন দৈনিক ৮ ঘন্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদের ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামা বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের উপর গুলিবর্ষণ শুরু করে। এতে প্রায় ১০ থেকে ১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। সেদিনের আত্মত্যাগই হলো বিশ্ব শ্রমিক দিবসের উৎস।

আরবি/আরপি/ ২ মে, ২০১৭