ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ৩১তম বার্ষিক সাধারণ সভা

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ৩১তম বার্ষিক সাধারণ সভা

0
809

‘ঐতিহ্যগত ভাবে আমরা দেখেছি, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুর্নগঠনে সমবায় আন্দোলন ব্যাপক ভূমিকা রেখেছে। জাতির জনক বঙ্গ বন্ধুও সমবায়ের মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছে’ বলে মন্তব্য করেন মাননীয় স্বরাষ্টমন্ত্রী কামাল খান।

শনিবার (৩ মার্চ) তেজগাঁও বটমলী হোম বিদ্যালয়ের প্রঙ্গণে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সমবায় আন্দোলনের মাধ্যমে খ্রিষ্টান সমাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সমবায়ে খ্রিষ্টানদের অবদান অনেক। হাউজিং সোসাইটি চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশনের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন করছে। খ্রিষ্টান সমাজের প্রিয় মুখ নির্মল রোজারিও খ্রিষ্টানদের উন্নয়নের জন্য অনেক কাজ করে যাচ্ছে। তিনি সব সময় বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেন।’

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ সমন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের বৃহত ক্রেডিট ইউনিয়ন ‘ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ একজন মেধাবী এবং স্মার্ট নেতা। তাঁর নেতৃত্বে সমবায় উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে। বাবু মার্কুজ দেশসহ দেশের বাইরেও ব্যাপকভাবে স্বীকৃত এবং পরিচিত।’

হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি, কাককো এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এবং এশিয়া প্যাসেফিক এলায়েন্স অব ওয়াইএমসিএস’র প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক রুহুল আমিন, সমবায় অফিসারসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়াসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী চুমকী বলেন, ‘বাংলাদেশ এই মাসেই উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করা হবে। সমবায় প্রতিষ্ঠানগুলোও এর অংশিদার। খ্রিষ্টান সমাজ সমবায় আন্দোলনে ব্যাপক উন্নয়ন সাধন পূর্বেও করেছে, এখনো করে যাচ্ছে। আপনারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং আগামীতেও আপনাদের সাথে পাব এই প্রত্যাশা করছি।’

এ সময় আরো বক্তব্য রাখে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিওসহ আরো অনেকে।

এ সময় বক্তারা হাউজিং সোসাইটির উন্নয়নের ধারা প্রশংসা করেন এবং তাদের উন্নয়নমূল কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতার আশ্বাস দেন।

সকাল ১১টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে অতিথিরা বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন। এরপর প্রার্থনানুষ্ঠান, প্রয়াত সদস্য’র মৃত্যু উপলক্ষে ১ মিনিট নিরবতা, সভাপতির বক্তব্য, সোসাইটির কার্যক্রম, প্রস্তবনা এবং পাশসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

আরবি.আরপি. ৩ মার্চ, ২০১৮