ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে ভাওয়াল আন্তঃমিশন ফুটবল টুর্ণামেন্ট

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে ভাওয়াল আন্তঃমিশন ফুটবল টুর্ণামেন্ট

0
641

ডিসিনিউজ ।। ঢাকা

দীর্ঘ আট বছর পর আবার অনুষ্ঠিত হচ্ছে ভাওয়াল আন্তঃমিশন ফুটবল টুর্ণামেন্ট। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আট বছর পর পুনরায় এই টুর্ণামেন্ট শুরু হয়েছে। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

২০ মে, গাজীপুর জেলার হারবাইদ স্কুল এন্ড কলেজ মাঠে ভাওয়াল যুব সমিতির আয়োজনে এই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এর পূর্বে ভাওয়াল যুব সমিতির সভাপতি ক্লিনটন আগস্টিন কস্তার সভাপতিত্বে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়ার ফাদার খোকন ভিনসেন্ট গমেজ, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ ঢাকা ক্রেডিটের পরিচালনা পরিষদ, ভাওয়াল যুব সমিতির পরিচালনা পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ভাদুন ধর্মপল্লী ও মাউসাইদ ধর্মপল্লী। উক্ত খেলায় ভাদুন ধর্মপল্লী ২-০ গোলে জয় লাভ করে।

উল্লেখ্য, এই বছর টুর্ণামেন্টে ভাওয়ালের সকল ধর্মপল্লী থেকে ৯টি দল অংশগ্রহণ করেছে। ভাওয়াল যুব সমিতি দীর্ঘ সময় ধরে এই টুর্ণামেন্টের আয়োজন করে আসছে। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে ৮ বছর টুর্ণামেন্ট আয়োজন বন্ধ ছিল। অবশেষে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে ২০২২ সাল থেকে নিয়মিতভাবে টুর্ণামেন্টের আয়োজন করা হবে।