ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দেশী খামারের গরু-ছাগল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবারের কোরবানিতে : জমে উঠেছে গরুর...

দেশী খামারের গরু-ছাগল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবারের কোরবানিতে : জমে উঠেছে গরুর হাট

0
935

রাজধানীতে জমে উঠেছে কোরবানির গরুর হাট। দেশের বিভিন্ন স্থান থেকে গরু আসছে রাজধানীতে । রেপারিরা বলছেন, চাহিদা মেটাতে এবছর দেশী খামারের গরু-ছাগল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

রাজধানীর বিভিন্ন গরুরহাট ঘুরে দেখা যায় গরু বেচাকিনিতে বিক্রেতা ও ক্রেতাদের মিলনমেলায় রূপ নিয়েছে। শোনা গেছে নানা অভিযোগের কথাও।

ক্রেতারা অভিযোগ করছেন, গত বছর যে গরু ৫০ হাজার টাকা বিক্রি হয়েছে, এবার সে গরুর দাম চাওয়া হচ্ছে ৭০-৮০ হাজার টাকা। এক লাখের গরুর দাম চাওয়া হচ্ছে দেড় লাখ টাকা। ফলে অনেকে বাজার ঘুরেও গরু কিনতে পারছেন না।

তবে বেপারিরা বলছেন, পশু পালনে খরচ বেশি হয়েছে। খাদ্য, ওষুধ, পরিবহন ও রাস্তার খরচ মিলে পশুর দাম বেশি পড়ছে।

রাজধানীর বাবু বাজার ব্রিজ সংলগ্ন নয়াবাজার হাট ঘুরে দেখা যায় ছোট আকারের গরুর দাম হাঁকা হচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকা। আর মাঝারি আকারের গরুর দাম চাওয়া হচ্ছে ৮০ হাজার থেকে দেড় লাখ টাকা। বড় গরুর দাম হাঁকা হচ্ছে ২ লাখ থেকে ১৩ লাখ টাকা পর্যন্ত। খাসির দাম চাওয়া হচ্ছে ১৫ থেকে ৫০ হাজার টাকা। ভেড়া আছে ১০ হাজার থেকে ৪০ হাজার টাকা দামের।

ফরিদপুর থেকে আসা ব্যাপারি আব্দুর সালাম খান জানান ১৭টি গরু এনেছেন । গতকাল বিকাল পর্যন্ত তিনটি গরু বিক্রি হয়েছে। এবার গরুর দাম কেমন যাবে জানতে চাইলে তিনি বলেন, এবার দাম ভালো পাওয়া যাবে বলে আশা করছি। এবার এখনও বাজারে ভারতীয় গরু তেমন নেই বলে তিনি ন্যায্যমূল্য পাওয়া নিয়ে আশাবাদী।

কুষ্টিয়া থেকে দুইটি গরু নিয়ে এসেছেন আনিস উদ্দিন। তিনি বলেন, এক বছর আগে ৪০ থেকে ৫০ হাজার টাকা দিয়ে গরু কিনেছি। প্রতিটি গরুর পেছনে কম করে হলেও ২০ হাজার টাকা খরচ। আশা করছি ভালো দাম পাওয়া যাবে।

এদিকে রাজধানীর পশুর হাটগুলোতে যাতে নির্বিঘ্নে ক্রয়-বিক্রয় হয়, সেজন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষ হতে নিয়েছে নানা পদক্ষেপ। এছাড়া পশুরহাটগুলোতে ২৪ ঘণ্টার জন্য পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। পশুরহাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন, মানি এসকর্ট টিম, ওয়াচ টাওয়ার, ক্লোজ সার্কিট ক্যামেরা, ইজারাদারদের স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ট্রাফিক সিস্টেমে শৃংখলা আনা হয়েছে।

আরবি.পিবি.২০ আগস্ট ২০১৮