ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দেশের সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে, সিসিএ’র সাথে সাক্ষাতে...

দেশের সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে, সিসিএ’র সাথে সাক্ষাতে এশিয়া ওয়াই এর প্রেসিডেন্ট

0
463

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেছেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। একতাবদ্ধ হয়ে যে কোন পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।

৯ মে, মঙ্গলবার সকালে খ্রীষ্টিয়ান কনফারেন্স অব এশিয়া’র (সিসিএ) দুজন প্রতিনিধি তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। ঢাকার মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাবু মার্কুজ এ সময় নেতৃবৃন্দদেরকে বাংলাদেশ সফরের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, আশা করি বাংলাদেশ সফর খুব ভাল হচ্ছে আপনাদের, চমৎকার কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছেন। তিনি বলেন, ওয়াইডব্লিউসিএ ও ওয়াইএমসিএ ভাইবোনের মতো। আমরা একসাথে কাজ করছি এবং আগামীতেও করে যাবে।IMG_1020খ্রীষ্টিয়ান কনফারেন্স অব এশিয়ার প্রোগ্রাম কমিটির ড. এইচডব্লিউবি সুমাকুল ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. রে টি এই মুহুর্তে বাংলাদেশ সফর করছেন। এ সময় তারা বাংলাদেশের নানা ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা পরিদর্শনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করবেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় চার্চ পরিষদের সাধারণ সম্পাদক রেভারেন্ড ডেভিড অনিরুদ্ধ দাশ, বাংলাদেশ ওয়াইডব্লিউসিএ’র জেনারেল সেক্রেটারি হেলেন মনীষা সরকার, ওয়াইএমসিএ জাতীয় কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি নিপুন সাংমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএস/আরপি/৯ মে, ২০১৭