ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন নগরী বান্দরবানে মহা সমারোহে উদ্যাপিত হলো ‘বিশ্ব পর্যটন...

দেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন নগরী বান্দরবানে মহা সমারোহে উদ্যাপিত হলো ‘বিশ্ব পর্যটন দিবস’

0
327
নীলাচল

‘টেকসই পর্যটন, উন্নয়নের মাধ্যম’ প্রতিপাদ্য নিয়ে বান্দরবানে ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় পর্যটন দিবস পালনের উদ্দেশে। 

বান্দরবানের জেলা প্রসাশক জনাব দীলিপ কুমার বণিকের নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মী, হোটেল মোটেল ব্যবসায়ী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইয়াসিন আরাফাত, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জনাব মফিদুল আলম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হোটেল মোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব অমল কান্তি দাশ প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বান্দরবান পার্বত্য জেলা দেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন নগরী। বান্দরবানে পর্যটকদের আকর্ষণ করার মত স্পটগুলোর মধ্যে রয়েছে মেঘলা, স্বর্ণমন্দির, রাম জাদি, নীলাচল, নীলগিরি, নীল দিগন্ত, শৈলপ্রপাত, বগালেক, রিজু ঝর্ণা, নাফাখুম ইত্যাদি প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি।

প্রতিবছর সৌন্দর্য পিপাসু হাজার হাজার দেশী বিদেশী পর্যটক বান্দরবানে আসেন এর প্রাকৃতিক রূপ সুধা উপভোগ করতে।

এ বছর প্রবল বর্ষণে পাহাড় ধস ও অন্যান্য কারণে পর্যটক সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। পর্যটকদের এ খরা কাটাতে হোটেল মোটেল ও রিসোর্টগুলো বিশেষ ছাড় দিয়ে অতিথিদের আকর্ষণ বৃদ্ধির চেষ্টা করছে।

আরবি/আরপি/২ অক্টোবর, ২০১৭