ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দেড়শ বছরের মহাগৌরবে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের ‘পবিত্র ক্রুশের গির্জা’!

দেড়শ বছরের মহাগৌরবে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের ‘পবিত্র ক্রুশের গির্জা’!

0
485
ছবি : ফেইসবুক/ সাগর কোড়াইয়া

মহা গৌরবে পালিত হলো ১৫০ বছরের ঐতিহ্যবাহী পবিত্র ক্রুশের গির্জার জুবিলী উৎস।

পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ১২-১৩ সেপ্টেম্বর আনন্দপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই জুবিলী উৎসব পালন করা হয়।

জুবিলী উপলক্ষে খ্রিষ্টযাগ উৎসর্গ করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি। এ ছাড়াও জুবিলী পালনানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্টিক এবং বিশেষ অতিথি ছিলেন বিশপ শরৎ ফ্রান্সিস গমেজসহ আরো অনেকে। জুবিলী অনুষ্ঠানে প্রায় ৩ হাজার খ্রিষ্টভক্ত যোগদান করেন।

খ্রিষ্টযাগে কার্ডিনাল বলেন, ‘১৫০ বছরের জুবিলী নিয়ে আসে আনন্দময় কৃতজ্ঞতার অনুভূতি। সামনে যাওয়ার অনুভূতি। জুবিলী উৎসবে দুর্বলতা ও পাপের জন্য অনুতাপও করতে হয়’।

বাংলাদেশে খ্রিষ্টানদের ধর্মবিস্তারে ঐতিহ্যবাহী পবিত্র ক্রুশের গির্জার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। ঢাকা মহাধর্মপ্রদেশের প্রথম কাথিড্রাল প্যারিস ছিল ঐতিহ্যবাহী এই গির্জাটি। নটর ডেম কলেজ, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটসহ খ্রিষ্টানদের অসংখ্য প্রতিষ্ঠানের সূচনা এই কালের সাক্ষী হয়ে থাকা ধর্মপল্লী থেকেই। এই ধর্মপল্লীতে রয়েছে তিনটি মিশনারী স্কুল। কালের সাক্ষী হয়ে ওঠা পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ‘পবিত্র ক্রুশের গির্জা’টি মহাগৌরবে খ্রিষ্টেরবাণী বহন ও প্রচার করে যাচ্ছে।

আরবি.আরপি. ১৪ সেপ্টেম্বর ২০১৮