শিরোনাম :
দয়াময় খ্রীষ্টীয় পরিবারে ভালবাসার আনন্দে জাগি আমরা: জাগাই ওয়াইসিএস
“দয়াময় খ্রীষ্টিয় পরিবারে ভালোবাসার আনন্দে জাগি আমরা, জাগাই ওয়াইসিএস” মূলসুরে রাজশাহী খ্রীষ্ট জ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে ওয়াইসিএস সেমিনার অনুষ্ঠিত হয়।
১৮-২১ জুন, রাজশাহী ধর্মপ্রদেশের ওয়াইসিএস আন্দলনের ৭২ জন ছাত্রছাদত্রীর অংশগ্রহণে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশন এ সেমিনার আয়োজন করে।
রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার উইলিয়াম মুর্মু সেমিনারের উদ্বোধন করেন।
সেমিনারে ওয়াইসিএস আন্দোলন কী, এর ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে বক্তাগণ আলোচনা করেন। মূলসুরের উপর সহভাগিতা করেন ফাদার উত্তম রোজারিও।
রাজশাহী ধর্মপ্রদেশের যুব সম্বন্বয়কারী ফাদার নবীন পিউস কস্তা এ বিষয়ে ডিসিনিউজকে বলেন, “আমাদের ধর্মপম্লীগুলোতে, অনেক জায়গায় ওয়াইসিএস অনেকটা স্থবির হয়ে যাচ্ছে, এই আন্দলনকে তার আপন স্রোতে ফিরিয়ে নেওয়াই এই সেমিনারের লক্ষ্য।”
জাতীয় যুব কমিশনের প্রবীর কস্তা বলেন, যুবক যুবতীদের সঠিক গঠনদানের লক্ষে যুব কমিশন কাজ করে যাচ্ছে। আজকে যারা কিশোর কিশোরী তারাই আগামীতে যুবক যুবতী হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যুবক যুবতীরা অনেকটা পিছিয়েই আছে। ওয়াইসিএস হচ্ছে খ্রিষ্টান যুবক যুবতীদের মূলভিত্তি। এখান থেকেই তারা গঠন পেয়ে পরবর্তীতে ধাপে ধাপে নেতৃত্বদানের যোগ্যতা অর্জন করবে।
তিনি আরও বলেন, ‘যুব কমিশনের মাধ্যমে বাংলাদেশের যুবক যুবতীরা আন্তর্জাতিক যুবপ্রোগামে অংশগ্রহণ করছে। গত বছর বাংলাদেশ থেকে ২১জন যুবক যুবতী পোল্যান্ডে যুব প্রোগ্রামে অংশগ্রহণ করে। ‘
দায়িত্ব ও কর্তব্যের পাশাশাপি অনেকটা ভালো লাগা নিয়ে যুবক যুবতীদের সাথ কাজ করেন বলে তিনি জানান।
সেমিনারে অংশগ্রহণকারী কাথিড্রাল ধর্মপল্লীর জয় বিশ্বাস বলেন, ‘আমি ওয়াইসিএস এর সাথে যুক্ত আছি ৬ষ্ঠ শ্রেনী থেকে। এখন আমি ধর্মপ্রদেশিয় এনিমেটর হিসেবে দায়িত্ব পালন করছি। আমি যা শিখেছি, চেষ্টা করি ছোট ভাইবোনদের তা শেখাতে। তারা যেন বাস্তব জীবনে তা কাজে লাগাতে পারে। ‘
ওয়াইসিএস সেমিনারে প্রথমবার অংশগ্রহণকারী ভবানিপুরের হৃদিকা রোজারিও অভিমত প্রকাশ করে জানায়, ‘এ সেমিনারে অংশগ্রহণ করে ওয়াইসিএস এর কার্যক্রম পরিচালনায় উৎসাহ অণুপ্রেরনা পাই, যা নিজ ধর্মপল্লীতে ওয়াইসিএস আন্দোলনকে আরও সক্রিয় করতে সাহায্য করবে।’
আরবি/আরপি/২২ জুন, ২০১৭