শিরোনাম :
ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার: আমাদের করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। ঢাকা
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ উপলক্ষে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার: আমাদের করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর, সকাল ১১টাায় সিরডাপ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও।
স্বাগত বক্তব্যে নির্মল রোজারিও বলেন, ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আগের মতই সংখ্যালঘুদের নিয়ে অধিকার আদায়ের আন্দোলনে যাবে। সেই সাথে সংখ্যালঘু ঐক্য মোর্চার ৪২টি সংগঠনের সাথেও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মেহনতী মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে। এই বাস্তবতায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ২০১৫ সাল থেকে ৭ দফা দাবি জানিয়ে আসছে।
ফাদার এলবার্ট বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর অতিক্রান্ত হলেও ক্ষমতায় থাকা কোনো রাজনৈতিক দলই দেশে প্রকৃত গণতন্ত্র, আসাম্প্রদায়িকতা ও বৈষম্যবিলোপ নিশ্চিত করতে পারেনি। আর বাস্তবে সামাজিক বৈষম্য যেমন বেড়েছে তেমনি বেড়েছে সাম্প্রদায়িকতার। মুখে সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললেও বাস্তবতা কিন্তু ভিন্ন।’
বক্তারা আরো বলেন, ধর্মের নামে ফ্যাসিবাদী চর্চা তা যে ধর্মের নামেই হোক না কেন তা কখনো দেশের জন্য সুফল বয়ে আনে না। গণতন্ত্র আটকে গেছে তথাকথিত নির্বাচনের মধ্যে দিয়ে। সব ধর্ম, জাতি, পেশার সংস্কৃতির ঐক্য তথা বৈচিত্রের মাঝে ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক কাঠামো যে রাষ্ট্রকে এগিয়ে নিতে সহায়ক ভুমিকা পালন করে সে বিষয়টি আমরা আমাদের মনোজগত থেকে হারিয়ে যেতে দিতে পারি না।